"আমি পদত্যাগ করতে রাজি" সাংবাদিক বৈঠকে এ কী বললেন মুখ্যমন্ত্রী! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের?

Published : Sep 12, 2024, 07:35 PM IST
Mamata

সংক্ষিপ্ত

"আমি পদত্যাগ করতে রাজি" সাংবাদিক বৈঠকে এ কী বললেন মুখ্যমন্ত্রী! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের?

বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হলেন না জুনিয়ার চিকিৎসকেরা। সরাসরি সম্প্রচার ছাড়া কোনও মতেই তাঁরা বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অন্যদিকে প্রায় ২ ঘণ্টা বসে থাকার পরে সাাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, " আমার অনেক অপমান হয়েছে, মা মাটি সরকারকে নিয়ে অনেক কুৎসা রটেছে সব মেনে নিয়েছে। মানুষ বোঝেননি মানুষ শুধু বিচার চেয়েছিলেন কিন্তু বোঝেননি এতে রং লাগানো আছে। আমি পদত্যাগ করতেই রাজি। মুখ্যমন্ত্রী পদ নিয়ে আমি বসে থাকতে চাই না। আমি শুধু মানুষের ভাল চাই।"

এ ছাড়াও জিনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, “ আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি। কালও করছিলাম। ভেবে ছিলাম আজ হয়তো জট কেটে যাবে কিন্তু তা হল না। লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বৈঠকে লাইভ করা যায় না। খোলা মনে আলোচনা করতে চেয়েছিলাম হল না। আমি ১৫ জনকে ডেকেছিলাম, কিন্তু ওরা ৩৪ জন এসেছে তাতেও আমাদের কোনও আপত্তি ছিল না। ২ ঘণ্টা দেরিতে এসেছে। অনেকে আবার নবান্নের সামনে এসেও ফিরে গিয়েছে। আমি তাঁদের ক্ষমা করে দিয়েছি। ফোন নিয়ে সভাঘরে ঢোকা যায় না। আমি পর্যন্ত ঢুকি না।” 

এ ছাড়াও চিকিৎসকদের কর্মবিরতির জন্য প্রায় ২৭ জন মারা গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এ ছাড়াও প্রায় ৭ লক্ষ মানুশ স্বাস্থ্য পরিসেবা পাচ্ছেন না। স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

               আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

PREV
click me!

Recommended Stories

DA মামলার রায় এই ডিসেম্বরেই? নাকি অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বড় আপডেট
Dilip Ghosh: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! কী প্রতিক্রিয়া দিলেন দিলীপ?