"আমি পদত্যাগ করতে রাজি" সাংবাদিক বৈঠকে এ কী বললেন মুখ্যমন্ত্রী! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের?

"আমি পদত্যাগ করতে রাজি" সাংবাদিক বৈঠকে এ কী বললেন মুখ্যমন্ত্রী! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের?

Anulekha Kar | Published : Sep 12, 2024 2:05 PM IST

বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হলেন না জুনিয়ার চিকিৎসকেরা। সরাসরি সম্প্রচার ছাড়া কোনও মতেই তাঁরা বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অন্যদিকে প্রায় ২ ঘণ্টা বসে থাকার পরে সাাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, " আমার অনেক অপমান হয়েছে, মা মাটি সরকারকে নিয়ে অনেক কুৎসা রটেছে সব মেনে নিয়েছে। মানুষ বোঝেননি মানুষ শুধু বিচার চেয়েছিলেন কিন্তু বোঝেননি এতে রং লাগানো আছে। আমি পদত্যাগ করতেই রাজি। মুখ্যমন্ত্রী পদ নিয়ে আমি বসে থাকতে চাই না। আমি শুধু মানুষের ভাল চাই।"

এ ছাড়াও জিনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, “ আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি। কালও করছিলাম। ভেবে ছিলাম আজ হয়তো জট কেটে যাবে কিন্তু তা হল না। লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বৈঠকে লাইভ করা যায় না। খোলা মনে আলোচনা করতে চেয়েছিলাম হল না। আমি ১৫ জনকে ডেকেছিলাম, কিন্তু ওরা ৩৪ জন এসেছে তাতেও আমাদের কোনও আপত্তি ছিল না। ২ ঘণ্টা দেরিতে এসেছে। অনেকে আবার নবান্নের সামনে এসেও ফিরে গিয়েছে। আমি তাঁদের ক্ষমা করে দিয়েছি। ফোন নিয়ে সভাঘরে ঢোকা যায় না। আমি পর্যন্ত ঢুকি না।” 

Latest Videos

এ ছাড়াও চিকিৎসকদের কর্মবিরতির জন্য প্রায় ২৭ জন মারা গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এ ছাড়াও প্রায় ৭ লক্ষ মানুশ স্বাস্থ্য পরিসেবা পাচ্ছেন না। স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

               আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

Share this article
click me!

Latest Videos

'মুখ্যমন্ত্রী নয়, দিদি হিসাবে এসেছি' হঠাৎ জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে হাজির Mamata Banerjee
সরাসরি সম্প্রচার নিয়ে জটিলতা কালীঘাটে! কি বললেন ডাক্তাররা, দেখুন | RG Kar Doctors Protest |
বোস্টনের রাজপথে আরজি কর কাণ্ডের প্রতিবাদ! গানের সঙ্গে চলল আন্দোলন । RG Kar Protest
'অভীক-বিরুপাক্ষ হল মমতার সোনার ডিম পাড়া হাঁস' বিস্ফোরক মন্তব্য খগেন মুর্মুর | Khagen Murmu | RG Kar
'ওই পাপিষ্ঠ মুখে দেবী দুর্গার নাম উচ্চারণ করবেন না' মমতাকে বেলাগাম আক্রমণ দেবশ্রী চৌধুরীর | R G Kar