LPG Gas New Rules: ৩০ তারিখের মধ্যে এই নিয়ম না মানলে আর মিলবে না রান্নার গ্যাস! এমনকি বাতিল হবে বুকিং-ও

Published : Jun 17, 2025, 02:19 PM IST

রান্নার গ্যাস পেতে এবার থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক। বুকিং করা সিলিন্ডার ডেলিভারি না হওয়ায় বহু পরিবার সমস্যার মধ্যে পড়েছে। আগাম কোনও সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে অভিযোগ।

PREV
113

এবার থেকে রান্নার গ্যাস পেতে হলে অবশ্যই করতে হবে এই কাজ। নয়তো বাতিল হবে গ্যাস বুকিং।

213

ইতিমধ্যেই বুকিং করেও সিলিন্ডার হাতে পাচ্ছেন না বহু মানুষ, এমনই অভিযোগ করেছেন বহু গ্রাহক।

313

গ্যাস সংস্থাগুলি এই নিয়ম কার্যকর করার সময় জানিয়েছে ৩০ তারিখের মধ্যেই এই নিয়ম না মানলে গ্যাস বুকিং করা যাবে না।

413

আগাম কোনও সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা।

513

বুকিং করা সিলিন্ডার ডেলিভারি না হওয়ায় বহু পরিবারের সমস্যার মধ্যে পড়েছে, অনেকেই এই বিষয় এখনও জানেন না। ফলে তাঁদের দৈনন্দিন জীবনে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।

613

গ্রাহকদের একাংশের অভিযোগ, মোবাইল অ্যাপে সমস্যা হচ্ছে যার ফলে প্রবীণ গ্রাহকরা মোবাইল থেকে এই কাজ সম্পন্ন করতে ব্যর্থ হচ্ছেন।

713

এবার থেকে রান্নার গ্যাস পেতে হলে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।

813

তবে আগাম এই নিয়ম কার্যকর হওয়া নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি নেই, বলে অভিযোগ তোলা হয়েছে।

913

ফলে তীব্র অসন্তোষ ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। তাঁরা দাবি করেছেন, বুকিং করেও সিলিন্ডার হাতে পাচ্ছেন না বহু মানুষ।

1013

বর্ধমান শহরের খোসবাগান এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু গ্রাহক।

1113

শহরাঞ্চলেও যাঁদের বাড়িতে একটিই সিলিন্ডার রয়েছে, তাঁদের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। রান্নার বিকল্প ব্যবস্থা না থাকায় বহু পরিবার সমস্যায় পড়েছে।

1213

তাঁদের অভিযোগ, হঠাৎ করেই ডিলাররা জানাচ্ছেন যে বায়োমেট্রিক না থাকলে সিলিন্ডার দেওয়া হবে না।

1313

গ্রাহকদের একাংশের দাবি, যদি বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়, তাহলে তা কার্যকর করার আগে সব জায়গায় নোটিশ দেওয়া উচিত ছিল। লোকাল অফিসগুলোতে বোর্ড ঝুলিয়ে প্রচার করার দরকার ছিল।

Read more Photos on
click me!

Recommended Stories