আগামী পরশু রাজ্যে ৫জন তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা হতে চলেছে? বিস্ফোরক দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কোথায় হবে তা নির্দিষ্ট করে না জানানো হলেও, এই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এবারও BJP-র নির্দেশেই আয়কর অভিযান হতে চলেছে বলে দাবি করেছে তৃণমূল। এবার তাহলে নজরে থাকবে কে?

Parna Sengupta | Published : May 29, 2024 9:27 AM IST

ভোটের মধ্যে একাধিকবার অ্যাকশনে দেখা গিয়েছে আয়কর দফতরকে। ভোটের আগে হুগলিতেও বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে আয়কর দফতর অভিযান চালিয়েছিল। আগামী ১ জুন রাজ্যে সপ্তম দফার ভোট। ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বসিরহাটের মতো হাইভোল্টেজ কেন্দ্রে নির্বাচন রয়েছে সেদিন। তার আগে আয়কর হানা হবে রাজ্যে? কোথায় হবে তা নির্দিষ্ট করে না জানানো হলেও, এই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এবারও BJP-র নির্দেশেই আয়কর অভিযান হতে চলেছে বলে দাবি করেছে তৃণমূল। এবার তাহলে নজরে থাকবে কে?

এদিকে সাম্প্রতিক অতীতে তৃণমূলের একাধিক নেতা এবং জোড়াফুল শিবিরের ঘনিষ্ঠদের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর। শেষ দফার ভোটে আবহে কি ফের এমনই কিছু ঘটতে চলেছে? সেই ‘আশঙ্কা’ই করছে জোড়াফুল শিবির? এই নিয়েই চলছে নানান জল্পনাকল্পনা।

Latest Videos

আগামী ১ জুন রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার মোট ৯টি কেন্দ্রে নির্বাচন রয়েছে সেদিন। গতবার এই সবকটি কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। তবে এবার সেখানে পদ্ম ফোটাতে মরিয়া BJP। শেষ দফার ভোটের আগে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। এর মাঝেই বিরাট মন্তব্য করলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে অভিষেকের কিছু মন্তব্য তুলে ধরেছেন। তিনি লিখেছে, ‘আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি বিরাট বিবৃতি’। তিনি জানিয়েছেন, এখনও অবধি পশ্চিমবঙ্গের ৩৩টি আসনে ভোট হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই ২৩টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। BJP বর্তমানে কেন্দ্রীয় বাহিনীতে দোষারোপ করছে কারণ ওরাও জানে ৪ জুন কী ফলাফল হতে চলেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ চলছে জোরকদমে! এবার Mithakhali-তে দেখা যাবে America-র নীলকন্ঠ মন্দির!
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
'ডাক্তারদের নয়, দুর্নীতিগ্রস্থদের নিরাপত্তা নিয়ে ব্যাস্ত এই সরকার' Subarna Goswami | RG Kar Protest
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন