আগামী পরশু রাজ্যে ৫জন তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা হতে চলেছে? বিস্ফোরক দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Published : May 29, 2024, 02:57 PM IST
Abhishek Banerjee

সংক্ষিপ্ত

কোথায় হবে তা নির্দিষ্ট করে না জানানো হলেও, এই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এবারও BJP-র নির্দেশেই আয়কর অভিযান হতে চলেছে বলে দাবি করেছে তৃণমূল। এবার তাহলে নজরে থাকবে কে?

ভোটের মধ্যে একাধিকবার অ্যাকশনে দেখা গিয়েছে আয়কর দফতরকে। ভোটের আগে হুগলিতেও বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে আয়কর দফতর অভিযান চালিয়েছিল। আগামী ১ জুন রাজ্যে সপ্তম দফার ভোট। ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বসিরহাটের মতো হাইভোল্টেজ কেন্দ্রে নির্বাচন রয়েছে সেদিন। তার আগে আয়কর হানা হবে রাজ্যে? কোথায় হবে তা নির্দিষ্ট করে না জানানো হলেও, এই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এবারও BJP-র নির্দেশেই আয়কর অভিযান হতে চলেছে বলে দাবি করেছে তৃণমূল। এবার তাহলে নজরে থাকবে কে?

এদিকে সাম্প্রতিক অতীতে তৃণমূলের একাধিক নেতা এবং জোড়াফুল শিবিরের ঘনিষ্ঠদের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর। শেষ দফার ভোটে আবহে কি ফের এমনই কিছু ঘটতে চলেছে? সেই ‘আশঙ্কা’ই করছে জোড়াফুল শিবির? এই নিয়েই চলছে নানান জল্পনাকল্পনা।

আগামী ১ জুন রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার মোট ৯টি কেন্দ্রে নির্বাচন রয়েছে সেদিন। গতবার এই সবকটি কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। তবে এবার সেখানে পদ্ম ফোটাতে মরিয়া BJP। শেষ দফার ভোটের আগে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। এর মাঝেই বিরাট মন্তব্য করলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে অভিষেকের কিছু মন্তব্য তুলে ধরেছেন। তিনি লিখেছে, ‘আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি বিরাট বিবৃতি’। তিনি জানিয়েছেন, এখনও অবধি পশ্চিমবঙ্গের ৩৩টি আসনে ভোট হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই ২৩টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। BJP বর্তমানে কেন্দ্রীয় বাহিনীতে দোষারোপ করছে কারণ ওরাও জানে ৪ জুন কী ফলাফল হতে চলেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর
নন্দীগ্রামে SIR-এর কাজে কি সন্তুষ্ট কমিশন? খতিয়ে দেখলেন পর্যবেক্ষক নীলম মিনা