মহরম উপলক্ষে আগামী সপ্তাহে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ব্যাঙ্ক, বাজার, স্টক এক্সচেঞ্জ সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চাঁদ দেখার উপর নির্ভর করে ৬ বা ৭ জুলাই ছুটি পালিত হবে।
এদিকে ৫ তারিখ শনিবার। এই শনিবার অধিকাংশ জায়গায় থাকে ছুটি। তারপর রবিবার ও ৭ তারিখ সোমবার। ফলে টানা তিনদিন মিলবে ছুটি।
510
ইসলামিক নববর্ষের সূচনাকারী এই পার্বণ মহরম ভারতে চাঁদ দেখার ওপর নির্ভর করে ৬ বা ৭ তারিখ পালিত হবে।
610
বর্তমানে আনুষ্ঠানিক ভাবে ৬ জুলাই ছুটি হলেও চাঁদ দেখা না গেলে তা ৭ জুলাই পালিত হবে। আর এই উপলক্ষ্যে থাকবে ছুটি।
710
মহরম ইসলামের চারটি পবিত্র মাসের মধ্যে একটি এবং ভারতে এটি সরকার ছুটি হিসেবে পালিত হয়। ছুটির চূড়ান্ত দিন চাঁদ দেখার ওপর নির্ভর করে।
810
এই দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ-ও বন্ধ থাকবে। এর মধ্যে আছে ইক্যুইটি, ইক্যুইটি ডেরিভেটিভস, এসএলবি, কারেন্সি ডেরিভেটিভস এবং সুদের হার ডেরিভেটিভস।