গত ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকার কর্মচারীদের ২৫ শতাংশ হারে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে। যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আদালতে রাজ্য জানায়, আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্য। তাই এখনই ২৫ শতাংশ হারে ডিএ দেওয়া সম্ভব নয়।
38
ডিএ নিয়ে পুনর্বিবেচনার আর্জি
রাজ্য সরকার ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে জানায় যে, বকেয়া ডিএ দিতে আরও ছয়মায় সময় লাগবে। এবং ডিএ নিয়ে সুপ্রিম নির্দেশও পুনর্বিবেচনার আর্জি জানায়।
বুধবার মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে কনফেডারেশন অফ স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল নামক একটি সংস্থা। তাঁদের হয়ে মামলা লড়বেন আইনজীবী ফিরদৌস শামিম, গোপা বিশ্বাস।
58
আদালতের অন্তর্বর্তী নির্দেশ অমান্য
সরকারি কর্মচারীদের হকের মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি রাজ্য সরকার। এতে আদালত অবমাননা হয়েছে। এই প্রসঙ্গে টেনে আনা হয়েছে ২৬ হাজার চাকরি বাতিল মামলাও। ওই মামলায় অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে বেতন ফেরত নিতে বলা হয়েছে। কেন তা ফেরত নেওয়া হচ্ছে না সেই প্রসঙ্গও তুলে ধরা হয়েছে।
68
সরকারের দুরকম অবস্থান?
জানা গিয়েছে, ডিএ নিয়ে মামলাকারীদের দাবি, একদিকে রাজ্য সরকার অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে বেতন ফেরত নিচ্ছে না। অন্যদিকে, সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য বলছে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলছে। দুই ক্ষেত্রে সরকারের কেন এই ভিন্ন অবস্থান? তা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারীরা।
78
কত শতাংশ ডিএ পান রাজ্য সরকারি কর্মচারীরা?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে ডিএ পান। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক ৩৭ শতাংশ। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পান ৫৫ শতাংশ হারে ডিএ।
88
বকেয়া ডিএ-র পরিমাণ কত?
রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএ-র পরিমাণ ১১ হাজার ৮৯০ কোটি ১৮ লক্ষ টাকা। পেনশনভোগিদের বকেয়া ডিএ ১১ হাজার ৬১১ কোটি ৪৫ লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা প্রায় ৪০ হাজার কোটি টাকা। রাজ্যকে এই অর্থ দিতে হলে ঋণ নিতে হবে।