Lakshmir Bhandar: প্রায় দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? পুজোর আগেই মিলবে টাকা? প্রকাশ্যে এল নয়া তথ্য

Published : Aug 28, 2025, 12:20 PM IST

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা। সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা পেতে পারেন। সরকারের পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা না এলেও, আশায় রয়েছেন সকলে।

PREV
15

ফের খবরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর প্রকল্প উদ্বোধন করেছে সরকার। এই সকল প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে। এবার নতুন খবর এল এমনই এক ভাতা নিয়ে। শীঘ্রই বাড়তে চলেছে মমতা সরকারের ভাতা। 

25

বর্তমানে এই রাজ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী-সহ নানান ভাতা চালু আছে এই রাজ্যে। এই সকল ভাতার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। বর্তমানে এই রাজ্যের মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

35

প্রতি মাসে সাধারণ জাতির মহিলা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। এবার শোনা যাচ্ছে বাড়বে ভাতা। এবার পুজোর আগেই মিলবে বেশি টাকা। সাধারণ জাতির মহিলা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা।

45

সদ্য এই খবর এল প্রকাশ্যে। শোনা যাচ্ছে, শীঘ্রই বেড়ে যাবে ভাতা। কদিন আগে মমতা সরকার সদ্য এক সভায় বলেন, ‘২৫ বছর বয়স থেকে শুরু হয়ে সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন। সারাজীবন পাবেন। ….শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি ১০ শতাংশ কাজ বাকি।…’

55

তবে, আপাতত ভাতা বৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা করা হয়নি সরকারের পক্ষ থেকে। শোনা যাচ্ছে, সাধারণ জাতির মহিলা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে হতে পারে। তবে, বাস্তবে ভাতা বাড়বে কি না, তা সময় হলেই জানা যাবে। আপাতত আশায় রয়েছেন সকলে।

Read more Photos on
click me!

Recommended Stories