কুয়াশা থাকলেও শীত কী বিদায় নিচ্ছে? সরস্বতী পুজোয় আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস

Published : Feb 01, 2025, 06:55 AM IST

কলকাতা, মালদা, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলায় কুয়াশা ও ঠান্ডার প্রবণতা কমেছে। তাপমাত্রা কিছুটা কমলেও শীত এখনও বিদায় নিচ্ছে না, তবে সরস্বতী পুজোর সময় উষ্ণতা বৃদ্ধি পেতে পারে।

PREV
110

কুয়াশার সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে কলকাতা, মালদা-সহ দক্ষিণ দিনাজপুরে।

210

কলকাতার আকাশ সকাল থেকে কুয়াশায় ঢাকা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি।

310

বর্তমানে জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ালেপ আশেপােশ আছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি।

410

আজ থেকেই বড়বে তাপমাত্রা। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

510

তবে সরস্বতী পুজোর সময়ে তাপমাত্রা ২৬ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

610

সূত্রের খবর, আগামী কদিন জেলাগুলোতে থাকবে ঘন কুয়াশা। এর কারণে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সকাল থেকে ভালোই ঠান্ডা আনুভূত হবে।

710

কিন্তু, আবহাওয়া দফতরের খবর বলছে এখনই যাচ্ছে না শীত। হাতে আরও আছে কটা দিন।

810

এখনই শীত বিদায় নিচ্ছে না। তেমনই নেই কোনও রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা।

910

এ বছর জাঁকিয়ে শীত উপভোগ করছেন সকল শহরবাসী। তাই শীতের বিদায় বেলায় সকলেই মন ভারাক্রান্ত।

1010

তবে সরস্বতী পুজোর সময়ে উষ্ণতার কারণের পারদ বৃদ্ধির ফলে শীতের আমেজ প্রায় থাকবেনা 

click me!

Recommended Stories