কুয়াশার সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে কলকাতা, মালদা-সহ দক্ষিণ দিনাজপুরে।
কলকাতার আকাশ সকাল থেকে কুয়াশায় ঢাকা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি।
বর্তমানে জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ালেপ আশেপােশ আছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি।
আজ থেকেই বড়বে তাপমাত্রা। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
তবে সরস্বতী পুজোর সময়ে তাপমাত্রা ২৬ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
সূত্রের খবর, আগামী কদিন জেলাগুলোতে থাকবে ঘন কুয়াশা। এর কারণে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সকাল থেকে ভালোই ঠান্ডা আনুভূত হবে।
কিন্তু, আবহাওয়া দফতরের খবর বলছে এখনই যাচ্ছে না শীত। হাতে আরও আছে কটা দিন।
এখনই শীত বিদায় নিচ্ছে না। তেমনই নেই কোনও রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা।
এ বছর জাঁকিয়ে শীত উপভোগ করছেন সকল শহরবাসী। তাই শীতের বিদায় বেলায় সকলেই মন ভারাক্রান্ত।
তবে সরস্বতী পুজোর সময়ে উষ্ণতার কারণের পারদ বৃদ্ধির ফলে শীতের আমেজ প্রায় থাকবেনা
Deblina Dey