জট কাটিয়ে আজই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ, রইল ফল ও মেধা তালিকা প্রকাশের সময়সূচি

Published : Aug 22, 2025, 01:23 PM IST

জয়েন্ট এন্ট্রানস নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট. তারপরই বোর্ডের পক্ষ থেকে জানান হয়েছে শুক্রবারই জয়েন্টের ফল প্রকাশ করা হবে।

PREV
14
সব বাধা কাটিয়ে জয়েন্টের ফল প্রকাশ

সব বাধা কাটিয়ে শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আজই প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রানস্ পরীক্ষার ফলাফল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজ, শুক্রবারই ফল প্রকাশ করা হবে ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষশার। একই দিনে প্রকাশ করা হবে জয়েন্টের মেধা তালিকাও।

24
সুপ্রিম কোর্টের নির্দেশ

জয়েন্ট এন্ট্রানস নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট. তারপরই বোর্ডের পক্ষ থেকে জানান হয়েছে শুক্রবারই জয়েন্টের ফল প্রকাশ করা হবে। একই দিনে প্রকাশ করা হবে মেধা তালিকাও। দত ৭ অগস্ট জয়েন্ট এন্ট্রানস পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল কিন্তু অনগ্রসর শ্রেণী অবিসি-র সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে আটকে গিয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল।

34
বোর্ডের বার্তা

বোর্ড সূত্রের খবর, রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ৭ অগস্ট ফল প্রকাশের কথা ছিল। তাই ফলাফল তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ হাতে পেলে আজ দুপুর ২টোর মধ্য়েই জয়েন্টের ফল প্রকাশ করবে। মেধাতালিকা প্রকাশ করা হবে বিকেল ৪টের সময়। এদিনই সরকারি কলেজগুলিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হবে।

44
৪ মাস পরে ফল প্রকাশ

জয়েন্ট পরীক্ষার চার মাস পরে ফল প্রকাশিত হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে রাজ্যের পড়ুয়াদের।

Read more Photos on
click me!

Recommended Stories