প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির বেতন বন্ধের হুঁশিয়ারি আদালতের, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের কাছে মিনতি গৌতম পালের

Published : Jul 17, 2023, 05:00 PM ISTUpdated : Jul 17, 2023, 05:04 PM IST
Abhijit Gangopadhyay,Gautam Pal

সংক্ষিপ্ত

আদালত গৌতম পালের আদেশ না মানার কারণ জানতে চায়। তারপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় গৌতম পালকে কড়া ধমক দেন। তারপরই বলেন, 'আমি আপনার বেতন বন্ধ করে দিচ্ছি। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও ধার্য করছি।' 

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে রীতিমত ধমক খেলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল। তাঁর বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার সঙ্গে সঙ্গে ৫০ হাজার টাকার জরিমানা দেওয়ার কথাও বলেন বিচারপতি। তাঁর অভিযোগ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় আদালতের নির্দেশ মানেননি গৌতম পাল। তারই জেরে সোমবার তাঁকে জরুরি তলবও করা হয় আদালতে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে কার্যত ভেঙে পড়েছে গৌতম পাল। তিনি 'বেতন বন্ধ না করার' আবেদনও জানিয়েছেন।

২০২০ সালে টেট পরীক্ষা দেওয়ার এক চাকরিপ্রার্থীকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু পর্যদ সেই নির্দেশ মানেনি। চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন তাঁর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। জবাবে পর্যদের আইনজীবী বলেছিলেন প্রাথমিক শিক্ষা পর্যদ সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। সেই কারণেই সিঙ্গেল বেঞ্চের রায় নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের কেস নম্বর জানতে চান। কিন্তু পর্যদের আইনজীবী তা জানাতে পারেননি। তারপরই কলকাতা হাইকোর্টে জরুরি তলব করা হয় মধ্য শিক্ষা পর্যদের চেয়ারম্যান গৌতম পালকে।

আদালত গৌতম পালের কাছেও ডিভিশন বেঞ্চের কেস নম্বর জানতে চাইলে তিনিও সদুত্তর দিতে পারেননি। তারপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় গৌতম পালকে কড়া ধমক দেন। তারপরই বলেন, 'আমি আপনার বেতন বন্ধ করে দিচ্ছি। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও ধার্য করছি।' বিচারপতির এই মন্তব্যে কার্যত ভেঙে পড়েন মধ্যশিক্ষা পর্যদের সভাপতি গৌতম পাল। তিনি এজাতীয় কড়া পদক্ষেপ না নিতে আর্জি জানান। তিনি বলেন, ' ধর্মাবতার দয়া করে এক সপ্তাহ সময় দিন। আপনার নির্দেশ আমি কার্যকর করব।' তিনি আরও বলেন, পর্যদ তাঁকে বেতন দেয় না। তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বেতন পান। তারপই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তিনি কল্যাণী বিশ্ববিদ্যলায়কে বেতন বন্ধ করার কথা জানিয়ে দিচ্ছেন। তারপর আবারও গৌতম পাল আদালতের দ্বারস্থ হয়ে বেতন বন্ধ না করার জন্য মিনতি করেন। তিনি বলেন বেতন বন্ধ হয়ে গেলে তাঁর পরিবারের ক্ষতি হবে। বাড়িতে অসুস্থ মা রয়েছে। এরপরই আদালত তাঁকে পাঁচ মিনিট সময় দেয় আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার।

পাঁচ মিনিট পরে গৌতম পাল আদালতে এসে জানান, তিনি বিষয়টি নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবেন না। সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীকে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া হবে। পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও দুই সপ্তাহ সময়সীমা বেঁধে দেন আদেশ কার্যকর করার জন্য। তিনি আরও বলেন, 'আপনারা অধ্যাপক , আপনাদের সর্বদা শ্রদ্ধা করি। কিছু রাজনৈতিক নেতা আদালতের নাম উল্টোপাল্টা বলেন, তাদের শ্রদ্ধা করি না।' এদিন আপাতত রেহাই পান গৌতম পাল।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ