Anulekha Kar | Published : Sep 18, 2024 10:02 AM IST / Updated: Sep 18 2024, 04:14 PM IST
জুনিয়ের চিকিৎসকদের কী বললেন অভিষেক?
এবার চিকিৎসকেদের কাজে যোগ দেওয়ার ব্যাপারে বিবেচনা করতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, "চিকিৎসকেদের তো সব দাবিই মেনে নেওয়া হয়েছে এবার কাজে যোগ দেওয়ার ব্যাপারে বিবেচনা করতে পারেন তাঁরা"।
জুনিয়ের চিকিৎসকদের কী বললেন অভিষেক?
এ ছাড়াও প্রথম দিন থেকে জুনিয়র চিকিৎসকেদের আন্দোলনকে 'ন্যায় সঙ্গত ও বৈধ' বলেই দাবি করেছেন অভিষেক।
জুনিয়ের চিকিৎসকদের কী বললেন অভিষেক?
বুধবার নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করেন অভিষেক। সেই পোস্টে গত ১০ বছরের সিবিআইয়ের রেকর্ডের কথাও উল্লেখ করেন তিনি। গত এক দশকে সিবিআই একটা তদন্তও সম্পন্ন করতে পারেনি বলে দাবি করেছেন তৃণমূল সেনাপতি।
জুনিয়ের চিকিৎসকদের কী বললেন অভিষেক?
এর আগেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে মেয়েদের রাত দখলের ডাককেও সম্মান জানিয়েছিলেন অভিষেক।
জুনিয়ের চিকিৎসকদের কী বললেন অভিষেক?
নিজের পোস্টে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা প্রসঙ্গে অভিষেক লেখেন, “প্রথম দিন থেকেই আমি নিরাপত্তার প্রশ্নে চিকিৎসকদের উদ্বেগকে সমর্থন জানিয়ে আসছি। আমি বরাবরই বলেছি, তাঁদের অধিকাংশ উদ্বেগই বৈধ, বিচক্ষণ এবং ন্যায়সঙ্গত।”
জুনিয়ের চিকিৎসকদের কী বললেন অভিষেক?
প্রসঙ্গত সোমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র চিকিৎসকের সঙ্গে বৈঠকের পরে তাঁদের একাধিক দাবিই মেনে নেওয়া হয়েছে। এরপর যাতে তাঁরা কাজে যোগ দানের বিষয়টি বিবেচনা করে দেখেন সেই ব্যাপারেই বারবার অনুরোধ করেছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জুনিয়ের চিকিৎসকদের কী বললেন অভিষেক?
অন্যদিকে বুধবার সকালে ফের বৈঠকে বসার জন্য মুখ্যসচিবকে ইমেল করেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের দাবিগুলি ঠিক কতটা কার্যকর হয়েছে সেই বিষয়ে তাঁরা ফের আলোচনা চেয়েছেন বলে জানা গিয়েছে।
জুনিয়ের চিকিৎসকদের কী বললেন অভিষেক?
এক্ষেত্রে চিকিৎসকেদার দাবির মধ্যে স্বাস্থ্য সচিবেরও পদত্যাগ ছিল কিন্তু মুখ্য সচিবকে দেওয়া ইমেলে সেই বিষয়ে উল্লেখ না করে নিরাপত্তার বিষয়টিতেই বারবার জোর দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।