দাবি না মানলে কোনও মতেই অবস্থান উঠবে না! মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার ক্ষেত্রেও একাধিক শর্ত দিলেন জুনিয়র ডাক্তাররা

দাবি না মানলে কোনও মতেই অবস্থান উঠবে না! মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার ক্ষেত্রেও একাধিক শর্ত দিলেন জুনিয়র ডাক্তাররা

পুলিশ কমিশনিরারে পদত্যাগের দাবিতে প্রায় ২২ ঘণ্টা অবস্থানে ছিলেন জুনিয়র ডাক্তাররা। সারা রাত রাস্তায় বসে থাকার পর তাঁদের দাবি মতো ব্যারিকেড সরিয়েছিল পুলিশ। এখন ফের স্বাস্থ্য ভবনের অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। এখনও কাজে ফিরতে নারাজ জুনিয়র তাঁরা। দাবি না মানা হলে অবস্থান থেকে উঠবেন না তাঁরা। তবে সুপ্রিম কোর্ট তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব কাজে যোগ দেওয়ার কাথ বলেছে।

মঙ্গলবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেদের ইমেল পাঠিয়ে আলোচনায় বসার কথা বলেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব। চিকিৎসকেদের সঙ্গে আলোচনায় বসতে চান মুখ্যমন্ত্রী বলে জানিয়েছেন তিনি। কিন্তু ইমেলের ভাষা নিয়েও আপত্তি ছিল চিকিৎসকেদের। তবে আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা।

Latest Videos

এ প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ জানিয়েছেন, "আমাদের বলা হয়েছে ১০ জনের প্রতিনিধি দল নিয়ে দেখা করতে। কিন্তু আমাদের দাবি অন্তত ২৫ জন যাওয়ার অনুমতি দিতে হবে। আলোচনায় বসলেই যে অবস্থান তুলে নেওয়া হবে তা নয়। দাবি পূরণের জন্য সরকার কী পদক্ষেপ করছে তা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দাবি না মানা পর্যন্ত অবস্থানেই বসে থাকা হবে।"

সরকারের তরফে ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হলে কোনও মতেই অবস্থান থেকে উঠবেন না তাঁরা বলে স্পষ্ট দাবি তাঁদের। আন্দোলনকারীদর কাজে ফেরার অনুরোধ করছিল সুপ্রিম কোর্ট। কিন্তু নিজেদের দাবিতে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।

                  আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM