আগামী ৩ দিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। সঙ্গে থাকবে ঝোড়ো হওয়ার দাপট। সব মিলিয়ে দুর্যোগের আভাস রয়েছে রাজ্যে।
পশ্চিমবঙ্গের উপরেই অবস্থান করছে ঘূর্ণাবর্ত। আর এর জেরেই টানা সাত দিন বাংলায় বৃষ্টি চলবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় জারি হয়েছে সতর্কতা। কোথাও কোথাও হতে পারে কালবৈশাখীও। আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই সমস্ত জেলায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
আজ থেকেই তুমুল বদলে যাবে আবহাওয়া, জানাচ্ছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণাবর্ত। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। আগামী ৩ দিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। সঙ্গে থাকবে ঝোড়ো হওয়ার দাপট। সব মিলিয়ে দুর্যোগের আভাস রয়েছে রাজ্যে।
আজ ও আগামীকাল অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙের কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার হতে পারে। দোসর হবে ঝোড়ো হাওয়া। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলা গুলিতেও বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় জারি থাকবে সতর্কতা।
মঙ্গল ও বুধবারও গোটা রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২৩ এবং ২৪ তারিখও সর্বত্র হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি থাকবে বৃষ্টিপাত। উত্তরের উপরের দার্জিলিং ও কালিম্পঙে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমিতে ঝড় উঠতে পারে। দক্ষিণবঙ্গের সর্বত্র জারি কমলা সতর্কতা। গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত। আজ বিকেলের পর কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।