কালীপুজোয় ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন মুখ্যমন্ত্রীর শেয়ার করা বাড়ির পুজোর ভিডিও

Published : Oct 31, 2024, 08:34 PM IST
Kali pujo 2024 CM Mamata Banerjee is busy cooking bhog Kali puja at home bsm

সংক্ষিপ্ত

এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র বাড়িতে হচ্ছে কালীপুজো। বাড়ির ভিতর ছোট্ট মণ্ডপ করে পুজো হচ্ছে। 

কালী পুজোর দিন সম্পূর্ণ অন্যরূপে অন্যবারের মত এবারও ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ির কালী পুজো নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সকাল থেকেই কালী পুজোর তোড়জোড়ে ব্যস্ত থাকেন মমতা। নিজের হাতে রান্না করেন কালী ঠাকুরের ভোগ।

অন্যবারের মত এবারও মুখ্যমন্ত্রীর বাড়িতে হচ্ছে কালীপুজো। বাড়ির ভিতর ছোট্ট মণ্ডপ করে পুজো হচ্ছে। প্রতিমার সজ্জা থেকে শুরু করে পুজোর জোগাড়, অতিথি আপ্যয়ন - সবকিছুর তদারকি মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন নিজের হাতে। এই বছরও তার অন্যথা হয়নি।

 

নিজের বাড়ির কালী পুজোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মমতা বন্দ্যোপধ্যায়। কালী প্রতিমার সঙ্গে পুজোর বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন। সেখানেই মুখ্যমন্ত্রীকে নিতান্ত সাধারণ মানুষের মতই পুজোর তদারকি করছে দেখা গেছে। সন্ধ্যের একটি ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালী ঠাকুরের ভোগ রান্না করতেও দেখা গেছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোর কিছু ভিডিওঃ

দীর্ঘ দিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো হয়। এদিন মমতার পরনে ছিল বেগুনি রঙের পাড় ওয়ালা ধপধপে সাদা শাড়ি। আর গায়ে রয়েছে উত্তরীয়। নিজের হাতেই পুজোর প্রদীপ বয়ে নিয়ে যাচ্ছেন কখন। কখনও আবার ব্রাহ্মণের পাশে বসে তাঁকে সহযোগিতা করছেন পুজোর জোগাড়ে।

মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান