তন্ময় ভট্টাচার্যকে ফের থানায় তলব! "ইন্টারভিউয়ের ভিডিও এখনও কেন প্রকাশ করা হয়নি?" ক্ষুব্ধ বাম নেতা

Published : Oct 31, 2024, 12:01 PM IST
Tanmoy Bhattacharyas sensational claim of harassment of female journalist bsm

সংক্ষিপ্ত

তন্ময় ভট্টাচার্যকে ফের থানায় তলব! "ইন্টারভিউয়ের ভিডিও এখনও কেন প্রকাশ করা হয়নি?" ক্ষুব্ধ বাম নেতা

ফের থানায় হাজিরা দিলেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য। বুধবার দুপুর তিনটের সময় থানায় হাজিরা দেন এই বাম নেতা। আগামী ৬ নভেম্বর ফের তলব করা হয়েছে তাঁকে। এদিন গাড়িতে বসে তন্ময় জানান, "যতবার ডাকবে ততবার আসব"।

এই নিয়ে দ্বিতীয়বার থানায় তলব করা হয়েছে তন্ময় ভট্টাচার্যকে। তারমধ্যেই আবার তৃতীয়বার তলব করা হয়েছে তাঁকে।

এদিন থানা থেকে বেরিয়ে তন্ময় বাবু জানান, " আমি কোনও দোষ করিনি। আমার প্রথম প্রশ্ন হল, আমার যে ইন্টারভিউটা নেওয়া হয়েছিল সেই ইন্টারভিউটা দেখানো হল না কেন, এ ছাড়াও তিনি জানান,ঘটনার আগের দিন আমার কাছে আবদার করে ইন্টারভিউটা নেওয়া হয়, এরপর এখনও সেই ইন্টারভিউ প্রকাশ করা হয়নি, এই ভিডিও প্রকাশ পেলেই সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। "

এ ছাড়া দলের সিদ্ধান্ত নিয়ে তিনি দুঃখিত এমনই জানিয়েছেন তিনি। আমাকে সাসপেন্ড করেছে। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। কিন্তু আমার সঙ্গে কথা না বলে, তদন্ত না করে যেহেতু আমাকে সাসপেন্ড করা হয়েছে তার জন্য আমি ব্যথিত। "

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ