কথা বলতে পারছেন না মমতা? ভোট প্রচারে মাঝে হঠাৎ প্রচন্ড অসুস্থ তৃণমূল নেত্রী! কেমন আছেন তিনি

Published : May 09, 2024, 10:22 AM IST
Mamata

সংক্ষিপ্ত

দলীয় প্রার্থীদের সমর্থনে সভার পর সভা করছেন তৃণমূল নেত্রী মমতা। তীব্র রোদ মাথায় নিয়ে অনেকসময় মিছিলে হাঁটতে দেখা যাচ্ছে তাঁকে। সেই সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ভাষণে তো রয়েছে অনর্গল।

ঝড় বৃষ্টি দুদিন হওয়াতে রাজ্য ঠান্ডা হয়েছে একটু। কিন্তু তার আগে প্রবল গরমে হাঁসফাঁস দশা ছিল মানুষের। তারই মাঝে সারাদিন ভোটপ্রচারে ব্যস্ত নেতা নেত্রীরা। লোকসভা নির্বাচনের প্রচার করতে জেলা থেকে গ্রাম, গলি থেকে রাজপথ ঘুরে বেড়াচ্ছেন দিনে দু-তিনটে করে জনসভা করছেন মমতা। সম্প্রতি খবর মিলেছে অসুস্থ হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে কী হল তাঁর! জানুন।

প্রচন্ড গরমে জনসভা করেই একপ্রকার কাহিল হয়ে পড়েছেন তিনি। মঙ্গলবার নিজেই জানালেন, কার্যত কথা বলার শক্তি হারিয়েছেন তিনি। ঠিকভাবে কথা বলতে পারছেন না তিনি। দলীয় প্রার্থীদের সমর্থনে সভার পর সভা করছেন তৃণমূল নেত্রী মমতা। তীব্র রোদ মাথায় নিয়ে অনেকসময় মিছিলে হাঁটতে দেখা যাচ্ছে তাঁকে। সেই সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ভাষণে তো রয়েছে অনর্গল।

মঙ্গলবার পুরুলিয়ায় দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী। এরপর বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডলের হয়ে করা জনসভায় যোগ দেন তিনি। সেই সভায় দাঁড়িয়েই মমতা জানান, রোজ বক্তৃতা দিতে দিতে কথা বলার ক্ষমতা অনেকটাই হারিয়েছেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, বৈশাখের এই গরমের মধ্যে রোজ জেলায় জেলায় ঘুরে সভা করা, মিছিলে হাঁটা, বক্তৃতা রাখা থেকেই হয়তো এমনটা হয়েছে তৃণমূল সুপ্রিমোর।

বিষ্ণুপুরর সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিগত প্রায় দেড় মাস ধরে আমি বাড়ির বাইরে। বলতে গেলে চিৎকার করতে করতে আমি কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেছি’। গতকাল বিষ্ণুপুরের সভায় দাঁড়িয়ে ফের একবার সন্দেশখালির ঘটনা নিয়ে সুর চড়াতে দেখা যায় মমতাকে। সন্দেশখালি ‘স্টিং অপারেশনে’র ভিডিও নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। ভাইরাল ভিডিও সত্যতা কতখানি তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। বাংলা হান্টও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে বিষ্ণুপুরের সভা থেকে সন্দেশখালি ‘কাঁটা’য় বিজেপিকে বিদ্ধ করেন তৃণমূল নেত্রী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে বিস্ফোরক দিলীপ ঘোষ, বললেন, 'কর দম থাকলে'
Gita Path 2025: ভোর থেকেই জনসমুদ্র! হাতে গীতা কপালে তিলক নিয়ে ব্রিগেডে পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠ