মাত্র ১০ টাকায় বাংলায় মিলবে এইমসের মত উন্নত চিকিৎসা পরিষেবা! জেনে নিন কী করতে হবে

প্রথমবার দশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করালে পরবর্তী সময়ে চিকিত্‍সা করাতে এসে আর কোনও টাকা দিতে হবে না। সেই বইতেই পরবর্তী চিকিত্‍সা বা পরীক্ষা-নিরীক্ষার তারিখ উল্লেখ থাকবে।

২৫শে ফেব্রুয়ারি কল্যাণী এইমসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হাসপাতালে রয়েছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এখানকার চিকিৎসা খরচ নিয়ে। জানা গিয়েছে মাত্র ১০ টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে একটি বই বা বুকলেট বানালেই এইমস-এ মিলবে চিকিত্‍সা পরিষেবা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এই হাসপাতাল চালু হয়ে গেলে কঠিন রোগের চিকিত্‍সার জন্য বাইরে যাওয়ার পরিমাণ অনেকটাই কমে যেতে পারে।

এইমস-এর জনসংযোগ আধিকারিক ডাঃ সুকান্ত সরকার জানান, প্রথমবার দশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করালে পরবর্তী সময়ে চিকিত্‍সা করাতে এসে আর কোনও টাকা দিতে হবে না। সেই বইতেই পরবর্তী চিকিত্‍সা বা পরীক্ষা-নিরীক্ষার তারিখ উল্লেখ থাকবে। সেই বইটির ভ্যালিডিটি ১ বছর। তবে এর মাঝে যদি সেই বইটি শেষ হয়ে যায় তাহলে পরে ১০ টাকা নিয়ে নতুন বই তৈরি করতে হবে।

Latest Videos

জানা গিয়েছে এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও আছে। যেমন স্ক্যান, ইউএসজি, রক্ত পরীক্ষা ইত্যাদি। পাশাপাশি রেডিও থেরাপি থেকে শুরু করে অঙ্কোলজি, এমনকী ক্যান্সার বিভাগকে উন্নীতকরণের কাজও চলছে দ্রুত গতিতে। আর সেই সমস্ত পরীক্ষার খরচও অনেকটাই কম।

জানা গিয়েছে, এইমস-এ জেনারেল বেডের ভর্তির চার্জ দিন প্রতি ৩৫ টাকা। আর সেই ৩৫ টাকার মধ্যেই মিলবে খাবারও। ভর্তির সময় একসঙ্গে ১০ দিনের টাকা নিয়ে নেওয়া হয়। সেক্ষেত্রে অঙ্কটা দাঁড়ায় ৩৫০ টাকায়। তার সঙ্গে আরও ২৫ টাকা কশান মানি নেওয়া হয়। ফলে ভর্তির সময় রোগী বা তাঁর পরিবারকে গুণতে হবে ৩৭৫ টাকা।

এই বিষয়ে সুকান্ত সরকার বলেন, সাধারণ ভর্তিতে ৩৫ টাকা প্রতিদিন হিসেবে নেওয়া হয়। তবে আয়ুষ্মান ভারত কার্ড থাকলে সেটা বিনামূল্যে হয়ে যাচ্ছে। গরীব রোগীদের ছাড়ও দেওয়া হয়। সাধারণভাবে ভর্তি হলে ৩৫ টাকা প্রতিদিন, থাকা ও খাওয়া সহ।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন