Karnataka election result: 'জনতার রায়কে কুর্নিশ', নাম না করেই কর্ণাটক মডেলের প্রসংশা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়

শনিবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই একরকমভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল। প্রথম থেকেই বিপুল ভোটে এগিয়ে কংগ্রেস। কর্ণাটকের ফলাফল নিয়ে টুইটারে নিজের মতামত জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণে 'হাত' ঝড়ে ধুয়ে মুছে সাফ গেরুয়া দল। কন্নড়ভূমিতে কংগ্রেসের জয় উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নাম না করেই টুইট বার্তায় কর্ণাটক মডেলকে কুর্ণিশ জানালেন তিনি। শনিবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই একরকমভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল। প্রথম থেকেই বিপুল ভোটে এগিয়ে কংগ্রেস। কর্ণাটকের ফলাফল নিয়ে টুইটারে নিজের মতামত জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার রায়কে স্যালুট জানালেন তিনি।

শনিবার কর্ণাটকের ফলাফল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখলেন,'পরিবর্তনের লক্ষ্যে জনতার এই রায়কে কুর্নিশ জানাই। রুঢ়, স্বৈরাচারী রাজনীতি ধ্বংস হয়ে গিয়েছে। কোনও কেন্দ্রীয় নকশা মানুষের স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক শক্তির পক্ষে রায়কে দমন করতে পারবে না। এটাই মূল গল্পের সারাংশ, এটাই ভবিষ্যতের শিক্ষা।'

Latest Videos

 

 

প্রসঙ্গত, দলের এই বিপুল জয় পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার কর্ণাটকে ভালোবাসার বিপণি খোলার বার্তা দেন। পাশাপাশি এই জয়কে পেশির আস্ফালনের সামনে মানুষের রায়ের জয় বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিক বৈঠকের মাধ্যমে দলের কর্মীদের শুভেচ্ছাও জানালেন রাহুল। কর্ণাটকে বিপুল ভোটে জয়ের পর সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন,'সমস্ত কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। কংগ্রেস কর্ণাটকের গরীব মানুষের পাশে ছিল।' তিনি আরও বলেন,'পেশির আস্ফালনের সামনে জনশক্তির জয় হল। কর্ণাটক যা করে দেখাল, এরপর প্রতিটি রাজ্য এই মডেল তৈরি করবে।' রাহুলের সংযোজন,'কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, এবার ভালোবাসার বিপণি খুলবে। মানুষ দেখিয়ে দিল ভালোবাসার জয় অবসম্ভাবি।'

Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech