আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিন দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নীচে থাকবে পারদ। জাঁকিয়ে শীতের পাশাপাশি ভোরের দিকে ঘন কুয়াশা থাকে বেশিরভাগ জেলায়। আপাতত শৈত্য প্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি থাকছে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাতে। শীতল দিনের পরিস্থিতি আরও ছয় জেলায়। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে শীতল দিনের পরিস্থিতি থাকছে।