সুকান্ত মজুমদারের সম্পত্তির পরিমাণ রকেট গতিতে বেড়েছে, ২০১৯ সালের তুলনায় ১১৪ শতাংশ সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে

Published : Apr 24, 2024, 03:13 PM IST

রকেট গতিতে বেড়েছে বিজেপির বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের সম্প্ত্তির পরিমাণ। শুধু তাই নয় বালুরঘাটের সবথেকে বিত্তশালী প্রার্থীও তিনি। সুকান্ত মজুমদারের সম্পত্তির পরিমাণে২০১৯ সালের পর থেকে এখনও পর্যন্ত ১১৪ শতাংশ বেড়েছে। 

PREV
112
সুকান্তের সম্পত্তি

বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি বিজেপির রাজ্যসভাপতিও বটে।।

212
সুকান্তর সম্পত্তি

নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী সুকান্ত মজুমদারের মোট সম্পত্তির পরিমাণ ২০১৯ সালের পর ১১৪ শতাংশ বেড়েছে।

312
সুকান্তের দেওয়া হিসেব

নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী ২০২২-২৩ সালে সুকান্তর আয় ছিল ৯ লক্ষ ৯৪ হাজার ৬২০ টাকা। আগের বছরই তার আয় ছিল ৯ লক্ষ ৩০ হাজার ৩২০ টাতা।

412
সুকান্তর নগদ

নির্বাচন কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী সুকান্ত মজুমদাকেক হাতে নগদ রয়েছে প্রায় ৫০ হাজার টাকা। স্ত্রীর কাছে রয়েছে ২০ হাজার টাকা।

512
সুকান্ত ও স্ত্রীর গাড়ি

নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী সুকান্ত ২০১১ সালে একটি গাড়ি কিনেছিল সেটির দাম ছিল ৪৫ হাজার টাকা। ২-২১ সালে তিনি একটি চারচাকা গাড়ি কেনেন। দাম ছিল ৬ লক্ষ ৩৭ হাজার ৪৫০ টাকা।

612
সুকান্তর স্ত্রীর গাড়ি

২০১৬ সালে সাকান্ত মজুমদারের স্ত্রী একটি গাড়ি কিনেছিলেন। সেই গাড়ির গাম ছিল ৪ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা। ২০১১ সালে স্কুটার কিনেছিল তারা।

712
সুকান্তের স্থাবর সম্পত্তি

সুকান্ত মজুমদারের স্থাবর সম্পত্তির পরিমাণ ২০১৯ সালে ছিল ১৭ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী বর্তমানে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৪ লক্ষ ৭৪ হাজার৩০৫ টাকা ৮৭ পয়সা।

812
সুকান্তর অস্থাবর সম্পত্তি

২০১৯ সালের হলফনামা অনুযায়ী সুকান্তর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৯ লক্ষ ৩৩ হাজার ৯৩৮ টাকা। বর্তমানে তাঁর সম্পত্তি বেড়ে হয়েছে ২০ লক্ষ ৫০ হাজার টাকা।

912
সুকান্তর গয়না

সুকান্ত মজুমদারের হাতে সোনা রয়েছে ৩০ গ্রাম। বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।

1012
সুকান্তর স্ত্রীর গয়না

বিজেপি নেতার স্ত্রীর হাতে রয়েছে ১৫০ গ্রাম সোনা। বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা।

1112
সুকান্তর ভোট

সুকান্ত মজুমদারের নির্বাচনী কেন্দ্র বালুরঘাট। সেখানে ভোট গ্রহণ হবে আগামী ২৬ এপ্রিল।

1212
সুকান্তর যোগ্যতা

নির্বাচনী হলফনামা অনুযায়ী সুকান্ত মজুমদার বোটানিতে এমএসসি পাশ করেছেন। পিএইচডিও করেছে। বই পড়া, ক্রিকেট খেলার পাশাপাশি সিনেমা দেখতে ভালবাসের।

Read more Photos on
click me!

Recommended Stories