Lok Sabha Exit Poll: রাজ্যের কোন লোকসভায় জিততে পারে কোন দল? গণনার আগেই জেনে নিন ফাটাফাটি সমীক্ষা

রাজ্যের কোন লোকসভায় জিততে পারে কোন দল?  গণনার আগেই জেনে নিন ফাটাফাটি সমীক্ষা

শেষ সপ্তম দফার নির্বাচন। হাতে মাত্র আর ২ দিন। ৪ তারিখেই বেরবে নির্বাচনের ফলাফল। শাসক বিরোধী হাড্ডাহাড্ডি লড়াইয়ে কার হাতে কোন লোকসভা তা জানতে আর অপেক্ষা করতে হবে মাত্র ২ দিন। কোন লোকসভা দখল করল কোন দল তার হিসেব নিকেশ জানতে বাকি মাত্র আর কয়েকটা ঘণ্টা। তবে গণনার আগেই অনুমান করা যেতে পারে বেশ কিছু লোকসভার রেজাল্ট। আসুন গণনার আগেই জেনে রাখি কোন লোকসভায় কোন দল জিততে পারে-

বেশ কিছু সমীক্ষা থেকে জানা গিয়েছে, ৪২ শতাংশ ভোট পাবে বিজেপি, ৪৪ শতাংশ তৃণমূল, ৪ শতাংশ সিপিয়েম ও ৬ শতাংশ ভোট পেতে পারে কংগ্রেস।

Latest Videos

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সমীক্ষা অনুযায়ী জেনে নেওয়া যাক ৪২ কেন্দ্রে কোন কোন দল জিততে পারে-

আরামবাগ- বিজেপি, আলিপুরদুয়ার- বিজেপি, আসানসোল- বিজেপি,বনগাঁ- বিজেপি, বাঁকুড়া- বিজেপি, বর্ধমান-দুর্গাপুর- বিজেপি, ব্যারাকপুর- বিজেপি,কোচবিহার-বিজেপি,বিষ্ণুপুর- বিজেপি,দার্জিলিং- বিজেপি,হুগলী- বিজেপি, জলপাইগুড়ি-বিজেপি,বালুরঘাট- বিজেপি, ঝাড়গ্রাম- বিজেপি, কাঁথি- বিজেপি , কৃষ্ণনগর- বিজেপি,মালদা উত্তর- বিজেপি প্রার্থী,মেদিনীপুর- বিজেপি, পুরুলিয়া- বিজেপি, রায়গঞ্জ- বিজেপি প্রার্থী,তমলুক- বিজেপি,রানাঘাট- বিজেপি

বহরমপুর- তৃণমূল, বারাসাত- তৃণমূল, বর্ধমান পূর্ব-তৃণমূল , বসিরহাট- তৃণমূল, বীরভূম- তৃণমূল, বোলপুর- তৃণমূল ডায়মন্ডহারবার-তৃণমূল, দমদম- তৃণমূল, ঘাটাল- তৃণমূল প্রার্থী, হাওড়া- তৃণমূল, যাদবপুর- তৃণমূল, জঙ্গিপুর- তৃণমূল, জয়নগর-তৃণমূল, কলকাতা দক্ষিণ- তৃণমূল,কলকাতা উত্তর- তৃণমূল, মালদা দক্ষিণ- তৃণমূল, মথুরাপুর- তৃণমূল, মুর্শিদাবাদ- তৃণমূল, শ্রীরামপুর- তৃণমূল, উলুবেড়িয়া- তৃণমূল৷

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘তৃণমূলের সবকটাই হাঙর’ দিলীপের চরম কটাক্ষ তৃণমূলকে | Dilip Ghosh News Today
ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC