Lok Sabha Exit Poll: রাজ্যের কোন লোকসভায় জিততে পারে কোন দল? গণনার আগেই জেনে নিন ফাটাফাটি সমীক্ষা

Published : Jun 02, 2024, 08:36 AM ISTUpdated : Jun 02, 2024, 09:20 AM IST
mamata modi

সংক্ষিপ্ত

রাজ্যের কোন লোকসভায় জিততে পারে কোন দল?  গণনার আগেই জেনে নিন ফাটাফাটি সমীক্ষা

শেষ সপ্তম দফার নির্বাচন। হাতে মাত্র আর ২ দিন। ৪ তারিখেই বেরবে নির্বাচনের ফলাফল। শাসক বিরোধী হাড্ডাহাড্ডি লড়াইয়ে কার হাতে কোন লোকসভা তা জানতে আর অপেক্ষা করতে হবে মাত্র ২ দিন। কোন লোকসভা দখল করল কোন দল তার হিসেব নিকেশ জানতে বাকি মাত্র আর কয়েকটা ঘণ্টা। তবে গণনার আগেই অনুমান করা যেতে পারে বেশ কিছু লোকসভার রেজাল্ট। আসুন গণনার আগেই জেনে রাখি কোন লোকসভায় কোন দল জিততে পারে-

বেশ কিছু সমীক্ষা থেকে জানা গিয়েছে, ৪২ শতাংশ ভোট পাবে বিজেপি, ৪৪ শতাংশ তৃণমূল, ৪ শতাংশ সিপিয়েম ও ৬ শতাংশ ভোট পেতে পারে কংগ্রেস।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সমীক্ষা অনুযায়ী জেনে নেওয়া যাক ৪২ কেন্দ্রে কোন কোন দল জিততে পারে-

আরামবাগ- বিজেপি, আলিপুরদুয়ার- বিজেপি, আসানসোল- বিজেপি,বনগাঁ- বিজেপি, বাঁকুড়া- বিজেপি, বর্ধমান-দুর্গাপুর- বিজেপি, ব্যারাকপুর- বিজেপি,কোচবিহার-বিজেপি,বিষ্ণুপুর- বিজেপি,দার্জিলিং- বিজেপি,হুগলী- বিজেপি, জলপাইগুড়ি-বিজেপি,বালুরঘাট- বিজেপি, ঝাড়গ্রাম- বিজেপি, কাঁথি- বিজেপি , কৃষ্ণনগর- বিজেপি,মালদা উত্তর- বিজেপি প্রার্থী,মেদিনীপুর- বিজেপি, পুরুলিয়া- বিজেপি, রায়গঞ্জ- বিজেপি প্রার্থী,তমলুক- বিজেপি,রানাঘাট- বিজেপি

বহরমপুর- তৃণমূল, বারাসাত- তৃণমূল, বর্ধমান পূর্ব-তৃণমূল , বসিরহাট- তৃণমূল, বীরভূম- তৃণমূল, বোলপুর- তৃণমূল ডায়মন্ডহারবার-তৃণমূল, দমদম- তৃণমূল, ঘাটাল- তৃণমূল প্রার্থী, হাওড়া- তৃণমূল, যাদবপুর- তৃণমূল, জঙ্গিপুর- তৃণমূল, জয়নগর-তৃণমূল, কলকাতা দক্ষিণ- তৃণমূল,কলকাতা উত্তর- তৃণমূল, মালদা দক্ষিণ- তৃণমূল, মথুরাপুর- তৃণমূল, মুর্শিদাবাদ- তৃণমূল, শ্রীরামপুর- তৃণমূল, উলুবেড়িয়া- তৃণমূল৷

PREV
click me!

Recommended Stories

আচমকাই ভোল বদল আবহাওয়ার, সংক্রান্তিতে কি ভাসবে বাংলা? আবহাওয়া নিয়ে এল নয়া আপডেট
বিবেকানন্দ জয়ন্তীতে হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন | Suvendu Adhikari News