Weather News: খাতায় কমলে বর্ষা ঢুকলেও এখনও তাপপ্রবাহ আর আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত বঙ্গে
বর্ষা ঢুকলেই উত্তরবঙ্গের সব জেলায় এখনও তেমনভাবে বৃষ্টি শুরু হয়নি। অন্যদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তি অব্যাবহ। আগামী ২ দিন ৯ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের।
Saborni Mitra | Published : Jun 17, 2023 6:43 PM / Updated: Jun 17 2023, 06:50 PM IST
আষাঢ়ে মেঘ আকাশে
আকালে মেয়ের দেখা দিলেও এখনও তেমনভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। অর্দ্রতা জনিত অস্বস্তি অব্যহাত দক্ষিণবঙ্গের ৯টি জেলাতেই।
স্বস্তি কবে
আষাঢ়় মাসের ২ তারিক। ক্যালেন্ডার অনুযায়ী ভরা বর্ষার সময়। কিন্তু এখন কলকাত-সহ দক্ষিণবঙ্গের অবস্থা চাকতের মত।
উত্তরে বৃষ্টি
উত্তরে বর্ষার আগমন হলেও এখনও পর্যন্ত সবকটি জেলায় বৃষ্টি শুরু হয়নি। পার্বত্য এলাকায় বৃষ্টি হলেও সমলত এখনও বৃষ্টির প্রতীক্ষায়।
তাপপ্রবাহের সতর্কতা
দক্ষিণবঙ্গের ৯টি জেলায় আগামী ২ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার ৭টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
প্রাক বর্ষার বৃষ্টি
তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শনিবার সকাল থেকেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বওয়ারও সম্ভাবনা রয়েছে।
কলকাতার তাপমাত্রা
শনিহার কলকাতার তাপমাত্রা ছিল ৩৫ . ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তা তারপমত্রা ২৯.২। দুটি স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭১ শতাংশ। তাতেই দিনভর অস্বস্তি।
উত্তরবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা
উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে মালদায় শনিবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এখনও তেমভাবে বৃষ্টি শুরু হয়নি। তবে বেশি বৃষ্টি হচ্ছে দার্জিলিং কালিম্পং-এ।
খাতায় কলমে বর্ষা
খাতায় কলমে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও তেমনভাবে বৃষ্টি হচ্ছে না। অন্যদিকে এখনও দক্ষিণবঙ্গে পা রাখেনি বার্ষা। তবে আগেই হাওয়া অফিস জানিয়েছিল সোমবার থেকেই বর্ষা ঝুকবে দক্ষিণবঙ্গে।