Monsoon Forecast: বর্ষার আগমন নিয়ে সুখবর আলিপুর হাওয়া অফিসের, তবে এখনই দাবদহ থেকে নিস্তার নেই
আগামী তিন দিন অস্বস্তিরক অবস্থা বজায় থাকবে। তবে আগামী সপ্তাহে সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গ ও কলকাতা বর্ষা ঢুকবে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর।
Web Desk - ANB | Published : Jun 16, 2023 7:23 PM / Updated: Jun 16 2023, 07:45 PM IST
অস্বস্তিকর গরম
জুন মাসের মাঝামাঝি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর অবহাওয়া অব্যাহত রয়েছে। প্রবল আর্দ্রতার কারণ সেদ্ধ হওয়ার মত অবস্থা
উত্তরবঙ্গে থমকে মৌসুমী বায়ু
উত্তরবঙ্গে থমকে রয়েছে মৌসুমী বায়ু। তার জেরেই দক্ষিণবঙ্গের হাঁসফাস অবস্থা। সকাল থেকে রাত অবধি ঘাম ঝরছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি।
বর্ষা নিয়ে স্বস্তির খবর
বিলম্বিত বর্ষা। কিন্তু দেরীতে হলেও আগামী সপ্তাহের প্রথম দিকেই পা রখতে চলেছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ বাকি জেলায় বৃষ্টি শুরু হবে।
২১ জুন থেকে অঝোর শ্রবাণ
হাওয়া অফিসের পূর্বাবস এই পরিস্থিতি যদি বজায় থাকা ২১ জনু থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা শুরু হয়ে যাবে। ১৯ জুন থেকেই তাপমাত্রার পারদ নিম্নগামী হবে।
দক্ষিণবঙ্গে দাবদহ
তবে আগামী সপ্তাহের আগে স্বস্তি নেই। দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাতেই অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে। তাপপ্রবাহেরও সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূমের জন্য।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি
উত্তরবঙ্গে বর্ষার আগমণে অঝোরে বৃষ্টি হচ্ছে। পাঁচ দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং. কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির সতর্কতা
ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর বঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারের কিছু অংশের জন্য।
কলকাতার তাপমাত্রা
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮. ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭০-৭৩ শতাংশ। তারই জেরে প্রবল অস্বস্তি।
বরিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি
বরিবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষির্ত বৃষ্টিক সম্ভাবনা রয়েছে। তাদেই তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলেও আশা করছে হাওয়া অফিস।
সোমবার থেকে বুধবারে বর্ষার প্রবেশ
হাওয়া অফিস জানিয়েছে আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পা রাখবে বর্ষা। হাওয়া অফিস জানিয়েছে মালদা পর্যন্ত এসে থমকে রয়েছে বর্ষা।