বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে আচমকাই সরিয়ে দেওয়া হয়েছিল কুণাল ঘোষকে। তারপরই বৃহস্পতিবার তিনি নিজের মনের কথা বোঝালেন হীরক রাজার দেশে-র গান গেয়ে।
সত্যজিৎ রায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন কুণাল ঘোষ। পাশাপাশি হীরক রাজার দেশেৃ এই ছবিটা তিনি আবার দেখবেন বলেও জানিয়েছেন। লিখেছেন, 'আজ হীরক রাজার দেশে সিনেমাটা আরও একবার দেখব।' কয়েক ঘণ্টা পরেই সেই ছবির একটি গানও গাইতে শোনা যায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সম্পাদক কুণলা ঘোষ।
বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে আচমকাই সরিয়ে দেওয়া হয়েছিল কুণাল ঘোষকে। তারপরই বৃহস্পতিবার তিনি নিজের মনের কথা বোঝালেন হীরক রাজার দেশে-র গান গেয়ে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল বলেন, হীরক রাজার দেশে- এই ছবিটি যে কোনও বয়সেই দেখা যায়!
বুধবার তাঁকে তৃণমূলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর বুধবার রাতেই একাধিকবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন কুণাল ঘোষ। বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত রয়েছে। এদিনও তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি গান শোনান,'কতই রঙ্গ দেখি দুনিয়ায়...' বিশেষজ্ঞদের মতে এই সময় কুণালের গলায় এই গান যথেষ্ট ইঙ্গিতবাহী। তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেননি। তিনি বলেন, 'হয়ত দল আমার ওপর আস্থা হারাচ্ছে। মমতা ও অভিষেকের বন্দ্যোপাধ্যায় ছাড়া তো এই নির্দেশ দেবে এমনটা হতে পারে না।'যদিও তৃণমূলের একাংশের দাবি বিজেপি প্রার্থী তাপস রায়ের রক্তদান শিবিরে যাওয়ার কারণেই দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কুণাল কিন্তু নিশানা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দেবকে।
প্রবল গরমে জলের জন্য হাহাকার কলকাতায়? জল অপচয় রুখতে কলকাতা পুরসভার পরামর্শ
কুণালের প্রশ্ন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলেছিলেন। দেব বলেছিল গদ্দার শব্দে তাঁর আপত্তি রয়েছে। তাহলে কি এখন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধাচরণদে দলে উৎসাহিত করা হয়?' তবে হীরক রাজা দেশে কেন দেখতে চাইছেন এর উত্তরে কুণাল বলেন - তা সময়ই বলবে।