সংক্ষিপ্ত

কলকাতা পুরসভা জানিয়েছে সাধারণ কলকাতায় দৈনিক মাথাপিছু ১৫০ লিটার জলের প্রয়োজন হয়। কিন্তু এই অসহ্য গরম আর তাপপ্রবাহের কারণে পানীয় জলের চাহিদার পাশাপাশি দৈনন্দিন কাজে জলের চাহিদাও বেড়েছে।

 

প্রবল গরম। কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকায় দীর্ঘ দিন ধরেই বৃষ্টি নেই। এই অবস্থায় পাল্লা দিয়ে বেড়েছে জলের চাহিদা। তাই কলকাতা পুরসভা জলসংক রুখতে শহরবাসীদের জলের অপচয় রুখতে আহ্বান জানিয়েছে। কারণ দীর্ঘদিন অনাবৃষ্টির পরিস্থিতি আর প্রবল গরমের কারণে গঙ্গানদীর জলের স্তর অনেকটাই নিচে নেমে গেছে। অথচ তিলোত্তমার জল সরবরাহের লাইফলাইন হল গঙ্গা বা হুগলি নদীর জল।

কলকাতা পুরসভা জানিয়েছে সাধারণ কলকাতায় দৈনিক মাথাপিছু ১৫০ লিটার জলের প্রয়োজন হয়। কিন্তু এই অসহ্য গরম আর তাপপ্রবাহের কারণে পানীয় জলের চাহিদার পাশাপাশি দৈনন্দিন কাজে জলের চাহিদাও বেড়েছে। কারণ এখন অনেকেই দিনে কমপক্ষে দুই থেকে তিনবার স্নান করছে। স্নানের জন্য জলের প্রয়োজনও বেশি হচ্ছে। তাই এই চাঁদিফাটা রোদে জলের চাহিদা বেড়েছে। কিন্তু গঙ্গায় জলের স্তর অনেকটা নেমে যাওয়া প্রয়োজনীয় দল তোলা সম্ভব হচ্ছে না। কলকাতা পুরসভা সূত্রের খবর গত দুই দিন ধরেই খিদিরপুরের তক্তাঘাট থেকে প্রয়োজনীয় জল তোলা সম্ভব হয়নি। অবশ্য পলতার জল প্রকল্প থেকে জোয়ার ও ভাটা দুই সময়ই পর্যাপ্ত জন তোলা যায়। কিন্তু গত দুই সপ্তাহ ধরে সেখানেও জল তুলতে সমস্যা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের কথায় দামোদর ও জলঙ্গীর মত কয়েকটি নদী যেগুলি গঙ্গায় এসে মিশেছে সেগুলি শুকিয়ে যাওয়ার গঙ্গার জলের স্তর অনেকটাই কমে গেছে। তাই গঙ্গা থেকে পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। তাই প্রয়োজনীয় জলের চাহিদা যাতে মেটান যায় তারই জন্য কলকাতা পুরসভা নাগরিকদের ইতিমধ্যেই পরামর্শ দিয়েছে।

জল অপচয় রুখতে পরামর্শঃ

১। জলের আপচয় যাতে না হয় তার দিকে খেয়াল রাখতে প্রত্যেক নাগরিকের কাছে আবেদন জানিয়েছে কলকাতা পুরসভা।

২। পুরকর্তারা জানিয়েছেন, জলের অপচয় রুখতে বাড়ির পুরনো বা খাপার কল, যেখান দিয়ে চুঁয়ে চুঁয়ে বা ফোঁটা ফোঁটা জল পড়ে সেগুলি দ্রুত বদলে ফেললে অনেকটাই অপচয় রোখা যাবে।

৩। মেয়রের আবেদন কল খুলে না রাখার। ওভারহেড ট্যাঙ্ক ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই পাম্প বন্ধ করে দেওয়ার আবেদন জানিয়েছেন ফিরহাদ হাকিম।

৪। পরিশ্রুত পানীয় জল দিয়ে গাড়ি না ধোওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র।

৫। রাস্তায় জলের পাইপ ফাটল থাকার জন্যও অপচয় হচ্ছে।

আরও পড়ুনঃ

Rain Update: আজ রাতে ভিজবে এই তিন জেলা, ৪৭ ডিগ্রি তাপমাত্রার রেকর্ডের দিনে স্বস্তির বার্তা

Rain Forecast: ৪৪ বছরের রকর্ড তাপমাত্রা কলকাতার, শহরের উষ্ণতম দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্মৃতি ইরানি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, ৫ বছরে স্বামী-স্ত্রীর সম্পত্তি বেড়েছে অনেক