Kurmi Protest: রাজ্য সরকারের সঙ্গে কুড়মিদের বৈঠকে মিলল না সুরাহা, একেবারেই খুশি নন কুড়মি নেতারা

বিক্ষোভ, অবরোধ তোলার জন্য মঙ্গলবার কুড়মি সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু, সরকারের অবজ্ঞাকেই দায়ী করেছেন এই সম্প্রদায়ের নেতারা।

৫ এপ্রিল থেকে বিবিধ দাবিদাওয়া নিয়ে জেলায় জেলায় প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ শুরু করেছে বাংলার কুড়মি সম্প্রদায়। অবরোধ তোলার জন্য মঙ্গলবার কুড়মি সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু, বৈঠক শেষ করে বেরিয়ে কুড়মি নেতারা আজ জানিয়ে দিলেন যে, রাজ্য সরকারের প্রস্তাবে তাঁরা একেবারেই খুশি নন। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক ছিল কুড়মি সম্প্রদায়ের নেতাদের। বৈঠকের পর কুড়মি নেতা রাজেশ মাহাতো জানিয়ে দেন, বৈঠক সফল হয়নি। আদিবাসী উন্নয়ন মন্ত্রক সিআরআই রিপোর্টের যে জাস্টিফিকেশ চেয়েছে তা রাজ্য সরকার দেয়নি। আলোচনা করে তাঁরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন বলেও জানিয়েছেন রাজেশ মাহাতো।

কুড়মি সম্প্রদায় নেতৃত্বের দাবি, ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার রাজ্যের কাছ থেকে সিআরআই রিপোর্ট নিয়েছিল। তারপর জাস্টিফিকেশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল কেন্দ্র। কিন্তু তা নিয়ে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ কুড়মি নেতৃত্বের। এদিন বৈঠক শেষ করে কুড়মি নেতৃত্ব জানিয়েছে, আমাদের দাবি-দাওয়া রাজ্য়েকে জানিয়েছি। কিন্তু, তা পূরণের কোনও আশ্বাস মেলেনি। সেক্ষেত্রে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে, এমনটা বলা যাবে না। অর্থাৎ, আজকের বৈঠক কার্যত নিস্ফলা রয়ে গেছে। দাবি না মেটানোর জন্য রাজ্যে সরকারের অসহযোগিতাকে কাঠগড়ায় তুলেছে কুড়মি নেতৃত্ব। তাঁদের দাবি, কেন্দ্রের তরফে একাধিক বিষয়ে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু, সময়মতো বহু প্রশ্নের উত্তর দেয়নি রাজ্য সরকার। কিছু ক্ষেত্রে উত্তর দিতে বিস্তর দেরি হয়েছে। তার জেরে জট আরও বেড়েছে বলে অভিযোগ।।

Latest Videos

আজকের দুঘণ্টার বৈঠক অসফল হওয়ায় আশঙ্কা রয়েছে যে, এবার তাঁরা ঠিক কোন পদক্ষেপ নেবেন? খেমাশুলির টাটা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কে যে অবস্থান চলছে তার ভবিষ্যৎ ঠিক করতে মঙ্গলবার রাতে বৈঠকে বসবেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। তারপরই জানা যেতে পারে এরপর ফের তাঁরা আন্দোলন এবং অবরোধে নামবেন কিনা।

আরও পড়ুন-
তাপপ্রবাহের জেরে চরম ভোগান্তি, ফোন নম্বর চালু করে নয়া গাইডলাইন জারি করল কেন্দ্র সরকার
এসএফআই ডিওয়াইএফআই-এর মিছিল ঘিরে রণক্ষেত্র বারাসাত, পুলিশের সঙ্গে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়লেন বাম ছাত্রযুবরা
কানাডায় যেতে গিয়ে বিমানের মধ্যে ঘৃণ্য আচরণ যুবকের, দিল্লি থেকে উড়ে গিয়েও শেষমেশ দিল্লিতেই ফিরল বিমান

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury