লগ্নজিতেকে হেনস্থার অভিযোগে গ্রেফতার স্কুল মালিক, তদন্ত শুরু ভগবানপুর থারার OC-র বিরুদ্ধে

Published : Dec 21, 2025, 07:04 PM IST
 Lagnajita Chakraborty arassment case accused arrested Bhabanipur ps oc  under investigation

সংক্ষিপ্ত

শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। সেই সময় সেখানকার এক আয়োজক যার নাম মেহবুব মঞ্চে উঠে বলে সেকিউলার গান গাওয়ার চলবে না। 

শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। সেই সময় সেখানকার এক আয়োজক যার নাম মেহবুব মঞ্চে উঠে বলে সেকিউলার গান গাওয়ার চলবে না। অর্থাৎ গান পছন্দ না হওয়ায় সঙ্গীত শিল্পীকে রীতিমত হেনস্থা করেন। এরপর তার উপর চড়াও হয় বলে অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন লগ্নজিতা। কিন্তু স্থানীয় পুলিশ প্রথমে তাঁর অভিযোগ নিতে চাননি। কিন্তু পরবর্তীকালে তাঁর অভিযোগ নেওয়া হয়। তারপরই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মেহবুবকে। অন্যদিকে ভগবানপুর থানার ওসি-র বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

আসল ঘটনা

ভগবানপুরে সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে গানের অনুষ্ঠানে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। অনুষ্ঠান চলাকালীন তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গায়িকার দাবি, দেবী চৌধুরাণী ছবির জাগো মা গানটি গেয়েছিলেন তিনি। গানটি কিছুটা গাওয়ার পরই দর্শক আসন থেকে এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন। মঞ্চেই তাঁরে মারধর করতে উদ্যোগ নেন। গায়িকা জানিয়েছেন পরিস্থিতি নাগেলের বাইরে যাওয়ার আগেই তাঁকে মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর লগ্নজিতা আর গান গাননি।

লগ্নজিতার অভিযোগ স্কুল মালিক মেহবুব মল্লিক তাঁরসঙ্গে খারাপ আচরণ করে। তাঁকে কটূক্তি করা হয় বলেও অভিযোগ। তিনি জানিয়েছেন, পুলিশের কাছে গেলেও তিনি রেহাই পাননি। পুলিশ প্রথম অভিযোগ নিতে রাজি হয়নি।

যদিও এই ঘটনার ২৪ ঘণ্টা যেতে না যেতেই স্কুলের মালিক মেহবুবকে গ্রেফতার করা হয়। তিনি ভগবানপুরের বেলুদিয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে ওসির বিরুদ্ধেও পদক্ষেপ করেছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে। তিনি জানান, এসডিপিও স্তরের কোনও আধিকারিক এই ঘটনার তদন্ত করছেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার, দেশজুড়ে তীব্র বিক্ষোভ! হিন্দু ঐক্যের ডাক | Bangladesh India
Adhir Ranjan Chowdhury: ‘মহিলা শিল্পীকে হেনস্তা হতে হচ্ছে তৃণমূলের নপুংসক নেতার কারণে!’ বিস্ফোরক অধীর