আরও ৫০০ টাকা করে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার? টাকা বৃদ্ধি নিয়ে জুনেই বড় সিদ্ধান্ত নিতে পারে নবান্ন!

Published : Jun 02, 2025, 09:08 AM IST

বড় আপডেট দিতে পারে নবান্ন। শোনা যাচ্ছে জুন মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শেষ পাওয়া সূত্রের খবর ৫০০ টাকা করে বাড়ানো হবে ভাতা। জানুন বিস্তারিত।

PREV
110

রাজ্য সরকার রাজ্যের জনগণের সুবিধার্থে বরাবর কিছু জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী আরো অনেক কিছু।

210

লক্ষ্মীর ভান্ডার হল এমন একটি প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সক্ষম হতে সাহায্য করে।

310

মাসে মাসে সরকারের পক্ষ থেকে তারা যে টাকা পাচ্ছে তাতে আর্থিক দিক থেকে কিছুটা জোর পাচ্ছে রাজ্যের মহিলারা।

410

মাসে মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপসিলি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।

510

হঠাৎ করেই জানা যাচ্ছে, এই ভাতা জুন মাস থেকে ৫০০ টাকা বাড়ানো হবে। সেই অনুযায়ী, সাধারণ শ্রেণির ক্ষেত্রে ভাতা ১,৫০০ টাকা এবং এসসি/এসটি মহিলাদের জন্য ১,৮০০ টাকায় পৌঁছবে বলেই দাবি করা হচ্ছে।

610

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “লক্ষ্মীর ভাণ্ডার চলবে সারা জীবন। এই প্রকল্প নারীর সম্মানের প্রতীক।”

710

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা আশায় বুক বেঁধেছেন।

810

কেউ কেউ ইতিমধ্যে মনে করছেন, বাড়তি টাকা পাওয়ার প্রস্তুতি নিলে ভালো হয়। অন্যদিকে অনেকে আবার ভাবছেন, এ শুধুই গুজব। এক মহিলার কথায়, “আমরা চাই ভাতা বাড়ুক। সংসারে সাহায্য হবে। তবে সরকার না বললে বিশ্বাস হচ্ছে না।”

910

একথা সত্যি যে এখনও পর্যন্ত সরকারিভাবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও ঘোষণা হয়নি।

1010

তবে বাড়তি ভাতা নিয়ে যে আলোচনা চলছে, তা এখনই বিশ্বাস করার সময় নয়। সরকার কী বলে, সেটাই হবে চূড়ান্ত। এ নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটবে সরকারিভাবে কোনও ঘোষণা এলে।

Read more Photos on
click me!

Recommended Stories