সেরা খবর! লক্ষ্মীর ভাণ্ডারে আর হাজার নয় ঢুকবে কয়েকগুণ বেশি টাকা! ফেব্রুয়ারিতেই মিলবে চমক

Published : Feb 04, 2025, 09:24 AM ISTUpdated : Feb 04, 2025, 09:25 AM IST

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ৫ লক্ষ ৭ হাজার মহিলা নতুন করে যুক্ত হয়েছেন। এই ভাতা পেতে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের KYC এবং আধার লিঙ্কযুক্ত সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। ভাতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে আলোচনা চলছে।

PREV
110

গত ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলার এই ভাতার আওতায় আসেন।

210

তবে, এখন ভাতা পেতে গেলে মানতে হচ্ছে কিছু নিয়ম। যেমন, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই পাবেন এই ভাতা।

310

প্রয়োজন, সিঙ্গেল অ্যাকাউন্ট। আর সেই অ্যাকাউন্টে KYC এবং আধার লিঙ্ক থাকতে হবে।

410

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে নানান প্রকল্প চালু করেছেন। কন্যাশ্রী, তরুণের স্বপ্ন পূরণ, যুবশ্রী থেকে শুরু করে বৃদ্ধ ভাতা।

510

এই সকল প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বেশি খ্যাতি পেয়েছে। প্রতি মাসে মহিলাদের ১০০০ টাকা করে দেন সরকার।

610

বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপসিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।

710

শোনা যাচ্ছে ৫০০ টাকা করে বাড়বে ভাতা। এবার থেকে সাধারণ জাতির মহিলারা ১৫০০ এবং তপসিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পাবেন।

810

সম্ভবত, এই ফেব্রুয়ারি মাস থেকে ঢুকবে বাড়তি টাকা। 

910

প্রতি মাসে ৫ থেকে ১০ তারিখের মধ্যে ঢোকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

1010

তবে, বাড়তি টাকা প্রসঙ্গে আপাতত সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা জানা যায়নি।

click me!

Recommended Stories