Lakshmi Bhandar: জুন থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? এক ধাক্কায় কত টাকা বাড়ছে এই ভাতা?

Published : May 13, 2025, 09:28 AM IST

Lakshmi Bhandar: পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধি পেতে পারে। জুন মাস থেকে তপশিলি জাতির মহিলারা ১৫০০ টাকা এবং সাধারণ মহিলারা ১৮০০ টাকা পেতে পারেন, যদিও সরকারের তরফ থেকে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

PREV
112

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। এই সকল ভাতা দ্বারা উপকৃত হচ্ছে রাজ্যবাসী।

212

বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প চালু আছে বাংলায়। এর দ্বারা প্রতি মাসে মেলে ১০০০ থেকে ১৫০০ টাকা মতো।

412

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে চালু করেছে নানান ভাতা। তার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার।

512

রাজ্যের ২৫ থেকে ৬০ বছর সকল মহিলা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

612

তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা এবং সাধারণ মহিলারা ১০০০ টাকা করে পেয়ে থাকেন।

712

শোনা যাচ্ছে, এবার বাড়তে চলেছে ভাতা। এক ধাক্কায় বাড়বে ৫০০-৬০০ টাকা করে। তপশিলি জাতির মহিলারা ১৫০০ টাকা এবং সাধারণ মহিলারা ১৮০০ টাকা করে পেতে পারেন।

812

সম্ভবত জুন মাস থেকে বাড়বে ভাতা। তবে, এই নিয়ে এখনও কোনও রকম ঘোষণা করেনি মমতা সরকার।

912

শোনা যাচ্ছে, ভাতা বৃদ্ধির পরিকল্পনা করতে মমতা সরকার। এক ধাক্কায় ৫০০ থেকে ৬০০ টাকা করে বাড়াতে চলেছেন।

1012

আগামী বছর নির্বাচন। সেই কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নিয়েছে সরকার। সম্ভবত শীঘ্রই বাড়বে ভাতার টাকা।

1112

তবে, এই ভাতা পেতে গেলে মানতে হবে কয়টি নিয়ম। প্রথমত আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। তেমনই আধার ও প্যান লিঙ্ক থাকতে হবে। 

1212

বয়স হতে হবে ২৫ থেকে ৬০-র মধ্যে। সঙ্গে পারিবারিক আয় নির্দিষ্ট সীমার নীচে হতে হবে। তবেই মিলবে ভাতা।

click me!

Recommended Stories