latest petrol-diesel price: মহার্ঘ হল জ্বালানি। আর জ্বালানির দাম বাড়া মানে নিত্য প্রয়োজনীয় সব জিনিসেরই মূল্যবৃদ্ধি। সোমবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।
কলকাতায় ডিজেলের দাম ছিল লিটর প্রতি ৯১ টাকা ৮১ পয়সা। এখন তা বেড়ে হল ৯২ টাকা ১ পয়সা।
510
দাম কার্যকর
আজ, সোমবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে রাজ্যের সর্বত্র।
610
কতটা দাম বাড়ল?
ইন্ডিয়ান অয়েলের পেট্রল পাম্পে এ দিন প্রতি লিটার পেট্রল ও ডিজ়েলের দাম যথাক্রমে ৪০ ও ২০ পয়সা বেড়ে হয়েছে ১০৫.৪১ টাকা ও ৯২.০২ টাকা।
710
কমছে অপরিশোধিত তেলের দাম
এই দেশে পেট্রোল আর ডিজেলের দাম বাড়লেও গোটা বিশ্বেই অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম কমছে।
810
মূল্যবৃদ্ধির আশঙ্কা
পেট্রোল আর ডিজেলের মত জ্বালানির দাম বাড়ায় জনগণের ওপর বাড়তি বোঝা চাপাছে। মূল্যবৃদ্ধির এই বাজারে ভোগান্তি আরও বাড়বে সাধারণ মানুষের।
910
তেলের দাম বাড়ার কারণ ?
তেলের বেসিক প্রাইস বৃদ্ধির কারণে পেট্রোল ও ডিজ়েলের দাম বেড়েছে বলে জানা গিয়েছে। কিন্তু কেন এ ভাবে দাম বেড়েছে তার কোন কারণ সামনে আসেনি সোমবার বিকেল পর্যন্ত।
1010
নতুন দাম বাংলায় কার্যকর
গোটা দেশে নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই বাড়ান হয়েছে তেলের দাম। রাজ্য সরকার কর বাড়ায়নি। কিন্তু চালানে দেখা যাচ্ছে শুধুমাত্র তেলের বেসিক প্রাইস বেড়েছে।