বড় চমক! এবার মাসে মাসে মিলবে ২৫০০ টাকা, ভাতা বৃদ্ধি নিয়ে বিরাট ইঙ্গিত রাজ্য সরকারের

Published : Dec 08, 2025, 04:13 PM IST

পশ্চিমবঙ্গ সরকারের তরফে মা-বোনেদের জন্য চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল নেত্রী সায়নী ঘোষের এক সাম্প্রতিক মন্তব্যে এই ভাতা বেড়ে ২৫০০ টাকা হওয়ার ইঙ্গিত মিলেছে। 

PREV
15

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর জন্য গ্রহণ করেছে নানান পদক্ষেপ। রাজ্যবাসীর সুবিধার্থে চালু করেছে নানান প্রকল্প। চালু করেছে একাধিক ভাতা। যার দ্বারা প্রতি মাসে উপকৃত হচ্ছে বাংলার সকল স্তরের মানুষ

25

বাংলার পড়ুয়াদের এককালীন টাকা দেওয়া থেকে শুরু করে গৃহবধূদের মাসিক ভাতা দেওয়া কিংবা চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থসাথী কার্ড চালু করার মতো বিভিন্ন উদ্যোগ নিয়েছে মমতা সরকার। এবার শোনা যাচ্ছে, মাসে মাসে রাজ্যবাসীকে ২৫০০ টাকা করে দেবে সরকার। বাংলার সকল মা-বোনেরা পাবেন এই সুবিধা।

35

এদিকে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির কথা। শোনা যাচ্ছিল, সাধারণ জাতির মহিলাদের ভাতা হবে ১৫০০, তপশিলি জাতির মহিলাদের ভাতা হবে ১৮০০ টাকা। এই জল্পনার মাঝে বিরাট ইঙ্গিত মিলল সরকারের পক্ষ থেকে। জানা যাচ্ছে, একেবার ২৫০০ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার।

45

কদিন আগেই এক সভায় লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে ইঙ্গিত দিল তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তিনি জানিয়েছেন, শুরুতে এই প্রকল্পে ৫০০ করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে। পরবর্তীকালে এই টাকা ২০০০ থেকে ২৫০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই নাকি আজকাল স্বামীরা বাইকের তেল ভরছেন। আর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখার পর অনেকেই বলেন, বাংলায় ছেলেদের জন্য প্রকল্প চালু করতে।

55

সব মিলিয়ে বিরাট খবর রাজ্যবাসীর জন্য। মিলল নয়া ইঙ্গিত। এবার বাড়বে ভাতা। এক ধাক্কায় ২৫০০ হবে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। তৃণমূল নেত্রী সায়নী ঘোষ এই কথা জানান। তিনি ইঙ্গিত দেন যে সামনের বছরের আগেই প্রায় ২ গুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

Read more Photos on
click me!

Recommended Stories