Lakshmir Bhandar: মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কড়াকড়ি শুরু। ২৫ বছরের কম এবং ৬০ বছরের বেশি বয়সী মহিলারা, আধার লিঙ্ক না করা এবং KYC জমা না দেওয়া অ্যাকাউন্টগুলি বাতিল হতে পারে।
মমতা সরকারের এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। এই ভাতা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা।
510
২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। সাধারণ জাতির মহিলার ১০০০ টাকা এবং তপশিলি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।
610
শোনা যাচ্ছে, এবার কড়াকড়ি শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। বাতিল হতে পারে কিছু অ্যাকাউন্ট।
710
যাদের বয়স ২৫-র কম বা ৬০-র বেশি তারা আর পাবেন না ভাতা। তেমনই যাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই তারা পাবেন না ভাতা।
810
তেমনই যাদের ব্যাঙ্কে KYC জমা দেওয়া নেই তারা আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার।
910
শোনা যাচ্ছে, এখন শুরু হচ্ছে কড়াকড়ি। যাদের অ্যাকাউন্টে গরমিল আছে তাদের অ্যাকাউন্ট বাদ যেতে পারে। যদি আপনার অ্যাকাউন্টে এই সমস্যা থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট বাদ পড়তে পারে।
1010
তেমনই ভাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, এই ভাতা মহিলাদের সম্মান। তা সারাজীবন চলবে।