Kharagpur Fire News: দিনের ব্যাস্ত সময়ে NH16 জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলছে আগুন, কারণ জানলে চমকে উঠবেন!

Published : Jun 02, 2025, 11:26 AM ISTUpdated : Jun 02, 2025, 09:16 PM IST

Kharagpur Fire News: খড়গপুর ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দিনের ব্যস্ত সময়ে রাস্তায় জ্বলছে দাউ দাউ করে আগুন! কীভাবে ঘটল এই দুর্ঘটনা? ঘটনার তদন্তে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…. 

PREV
16
জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে কন্টেইনার

জাতীয় সড়কের উপর কন্টেনারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল ৮টি প্রাইভেট কার। সোমবার ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর জাতীয় সড়কে।  

26
খড়গপু জাতীয় সড়কে দুর্ঘটনা

ভোররাতে জাতীয় সড়কের কন্টেনারে আগুন। পুড়ে ছাই ৮টি প্রাইভেট  গাড়ি। জাতীয় সড়কে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার ভোরবেলা চেন্নাই থেকে একটি কন্টেইনার প্রাইভেট কার ডেলিভারি দেওয়ার জন্য জাতীয় সড়ক ধরে কলকাতা ও আসানসোল যাচ্ছিল। সেই সময়ই ঘটে দুর্ঘটনাটি। 

36
দ্রুত ছড়িয়ে পড়ে আগুন

জানা গিয়েছে, হঠাৎই খড়গপুর লোকাল থানার অন্তর্গত কৃষ্ণনগর পার্কিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে বেরিয়েলে ধাক্কা মারে। সংঘর্ষে কন্ট্রেনারের পেট্রোল টাংকিতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলে উঠে কন্টেনার। এদিকে নজর পড়তে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষজন প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। 

46
আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল বাহিনী

পরবর্তীতে এই খবর পেয়ে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু'ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সংক্ষম হয়। দমকল বাহিনীর চেষ্টায় বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুন।  

56
ক্ষতিগ্রস্ত প্রাইভেট গাড়়ি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কন্টেনারে খালাসি ছিল না। চালকের ঘুম চলে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ওই কন্টেনারের ভেতরে থাকা আটটি নতুন প্রাইভেট কার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

66
ঘটনার জেরে ব্যাহত যান চলাচল

এদিকে খড়গপুর ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা জেরে সাময়িক ভাবে ব্যাহত হয় যান চলাচল। সপ্তাহের শুরুতেই এই ধরনের ঘটনায় বাড়ি থেকে বেরিয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তবে দমকলের ইঞ্জিন ও খড়গপুর গ্রামীণ পুলিশের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। 

Read more Photos on
click me!

Recommended Stories