ফের খবরে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। মমতা সরকার রাজ্যের মহিলাদের জন্য চালু করেছিলেন এই ভাতা।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে নানান সমাজ কল্যান মূলক ভাতা চালু করেছেন। এর দ্বারা উপকৃত হচ্ছেন বৃদ্ধ থেকে পড়ুয়া সকলে।
মমতা সরকার ক্ষমতায় আসার পর কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।
এবার এই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। শোনা যাচ্ছে বাড়তে পারে এই ভাতা। এমন খবর সর্বত্র।
বর্তমানে সাধারণ জাতির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসে ১২০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন।
এবার থেকে ৫০০-৬০০ টাকা করে বাড়বে ভাতা। শোনা যাচ্ছে, সাধারণ জাতির মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসে ১৮০০ টাকা করে পেতে পারেন।
অধিকাংশের দাবি আগামী মাস অর্থাৎ জুন থেকেই মিলবে বাড়তি টাকা। তবে, এই নিয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি।
এরই মাঝে লক্ষ্মীর ভাণ্ডারের সময় সীমান নিয়ে বিশেষ ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। সদ্য উত্তরবঙ্গে সভা করেন মুখ্যমন্ত্রী।
সেই সভাতে গিয়ে বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে প্রথম আমরা চালু করেছিলাম। সারা জীবন পর্যন্ত চলবে। এই প্রকল্প মহিলাদের সম্মান।
তিনি বলেন, কেউ কেউ এখন থেকে বলছে এত দেব, অত দেব। নির্বাচনের আগে যা বলেছিল, দেয়নি।
… আমরা চারটে কথা বলেছিলাম। জিতলে খাদ্যসাথী করব, করে দিয়েছি। দুয়ারে রেশনও চালু করেছি। আমরা যেটা বলেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি।
Sayanita Chakraborty