Lakshmir Bhandar: জুন থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার? কবে পর্যন্ত মিলবে ভাতা? বিশেষ ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

Published : May 24, 2025, 09:36 AM IST

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে নয়া তথ্য প্রকাশ্যে। খবর অনুযায়ী, এই ভাতার পরিমাণ বাড়তে পারে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এই প্রকল্প সারা জীবন চলবে।

PREV
111

ফের খবরে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। মমতা সরকার রাজ্যের মহিলাদের জন্য চালু করেছিলেন এই ভাতা।

211

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে নানান সমাজ কল্যান মূলক ভাতা চালু করেছেন। এর দ্বারা উপকৃত হচ্ছেন বৃদ্ধ থেকে পড়ুয়া সকলে।

411

এবার এই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। শোনা যাচ্ছে বাড়তে পারে এই ভাতা। এমন খবর সর্বত্র।

511

বর্তমানে সাধারণ জাতির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসে ১২০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন।

611

এবার থেকে ৫০০-৬০০ টাকা করে বাড়বে ভাতা। শোনা যাচ্ছে, সাধারণ জাতির মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসে ১৮০০ টাকা করে পেতে পারেন।

711

অধিকাংশের দাবি আগামী মাস অর্থাৎ জুন থেকেই মিলবে বাড়তি টাকা। তবে, এই নিয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি।

811

এরই মাঝে লক্ষ্মীর ভাণ্ডারের সময় সীমান নিয়ে বিশেষ ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। সদ্য উত্তরবঙ্গে সভা করেন মুখ্যমন্ত্রী।

911

সেই সভাতে গিয়ে বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে প্রথম আমরা চালু করেছিলাম। সারা জীবন পর্যন্ত চলবে। এই প্রকল্প মহিলাদের সম্মান।

1011

তিনি বলেন, কেউ কেউ এখন থেকে বলছে এত দেব, অত দেব। নির্বাচনের আগে যা বলেছিল, দেয়নি।

1111

… আমরা চারটে কথা বলেছিলাম। জিতলে খাদ্যসাথী করব, করে দিয়েছি। দুয়ারে রেশনও চালু করেছি। আমরা যেটা বলেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি।

Read more Photos on
click me!

Recommended Stories