Lakshmir Bhandar: শিঘ্রই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার! কোনও টাকা বাড়ছে, না সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Published : Jan 19, 2025, 09:19 AM ISTUpdated : Jan 19, 2025, 09:42 AM IST

শিঘ্রই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার! কোনও টাকা বাড়ছে, না সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়?

PREV
17

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গোটা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হল লক্ষ লক্ষ মহিলা। কিন্তু এবার বন্ধ হতে পারে এই প্রকল্প।

27

সাধারণ শ্রেণির মহিলারা পান ১০০০ টাকা তফশিলি উপজাতির মহিলারা পান ১২০০ টাকা।

37

বেশ কিছুদিন ধরেই এই প্রকল্পের টাকা বাড়ানোর কথা হচ্ছে। তবে এই তথ্য সম্পূর্ণ ভুল বলে প্রমান হতে পারে। টাকা বাড়ার বদলে বন্ধ হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার।

47

বিধানসভা নির্বাচনেও তৃণমূলের ভোটব্যাঙ্কে অনেকটা ভোট এনে দেবে এই প্রকল্প। কিন্তু বেশ কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে এই টাকা দেওয়ার মতো অর্থ ভাণ্ডার নেই আর রাজ্যের কাছে।

57

অর্থাৎ যে ভাণ্ডার থেকে মহিলাদের মাসিক এই টাকা দেওয়া হত সেই অর্থ ভাণ্ডার খুব তাড়াতাড়ি শূন্য হতে পারে। 

67

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পরের পর খবরের মাঝে এই খবর নিরাশায় ফেলতে পারে বহু মহিলাকে।

77

তবে ঠিক কবে বন্ধ হচ্ছে এই প্রকল্প তা নিয়ে সঠিক কোনও ধারণা পাওয়া যায়নি। কিন্তু খুব বেশিদিন আর এই প্রকল্প চালিয়ে নিয়ে যেতে পারবে না রাজ্য সরকার বলে অনুমান করা হচ্ছে।

click me!

Recommended Stories