বাসুদেব আচারিয়া- সিপিএম-এর জনপ্রিয় সাংসদদের মধ্যে একজন ছিলেন বাসুদেব আচারিয়া। দীর্ঘদিন লোকসভার সাংসাদ থাকায় একাধিক গুরুত্বপূর্ণ পদেও ছিলেন।
প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া। তিনি বাঁকু়ড়ার ৯ বারের সাংসদ ছিলেন। সোমবার দুপুরে তেলাঙ্গনার হায়দারাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি।
বাসুদেব আচারিয়া- সিপিএম-এর জনপ্রিয় সাংসদদের মধ্যে একজন ছিলেন বাসুদেব আচারিয়া। দীর্ঘদিন লোকসভার সাংসাদ থাকায় একাধিক গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। তিনি রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তাঁর আমালে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জন্ম ১৯৪২ সালের ১১ জুলাই। পুরুলিয়ায় জন্মগ্রহণ করেন। সেখানেই পড়াশুনা। ছাত্র বয়সেই বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আদিবাসীদের নানা ধরনের আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তিনি। তিনি সিপিএম কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির সদস্য ছিলেন।
সিপিএম রাজ্য কমিটির অফিসিটাল টুইটার হ্যান্ডেলে শোক প্রকাশ করে বলা হয়েছে, 'সিপিএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য শ্রমিক আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতা , প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া ৮১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ভুগছিলেন। বাম গণতান্ত্রিক আন্দোলবনে তাঁর অবদানকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।'
১৯৮০ সালে প্রথমবার বাঁকুড়া থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সাল পর্যন্ত তিনি সেখানকার সাংসদ ছিলেন। ২০১৪ সালের লোকসভা ভোটে তিনি তৃণমূলের অভিনেত্রী প্রার্থী মুনমুন সেনের কাছে পরাজিত হন। বাসুদেব আচারিয়ার মেয়ে কর্মসূত্রে বিদেশে থাকেন। তাঁর দেশে পৌঁছাতে মঙ্গলবার হয়ে যাবে। তারপরই বাসুদেব আচারিয়ার শেষকৃত্য সম্পন্ন হবে। বাসুদেব আচারিয়ার শেষকৃত্য সম্পন্ন হবে সেকেন্দ্রাবাদে। যদিও দলের তরফে এখনয়ও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানান হয়নি।
আরও পড়ুন:
Kolkata Pollution: কলকাতার বাতাসে বিষ, কালীপুজোর রাতে প্রবল দূষণে কুয়াশায় ঢাকল শহর
পায়ের সমস্যা নিয়েও কালীপুজোর ভোগ রান্না করলেন মমতা, পুজো দেখলেন উঁচু জায়গায় বসে
রেশন দুর্নীতিকাণ্ডে ৪ দিনের জেল হেফাজত জ্যোতিপ্রিয়র, অসুস্থ মন্ত্রীর চিকিৎসার দাবি আইনজীবীর