ডিসেম্বরের শুরুতেই বাংলায় শীতের দাপট। সপ্তাহান্তে ছন্দে ফিরবে শীত! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে কলকাতা সহ আশেপাশের জেলায় পারদ নামবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কারণ, হাওয়া অফিস বলছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে শীতের দাপট। জাঁকিয়ে ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও।
25
আবহাওয়ার সতর্ক বার্তা
ঘূর্ণিঝড় ‘দিতোয়ার' অবশিষ্টাংশ গভীর নিম্নচাপ থেকে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এবং তা ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিমমুখে উত্তর তামিলনাড়ু–পুদুচেরি উপকূলের দিকে সরে যাচ্ছে। পশ্চিমবঙ্গের জন্য আগামী সাত দিনে কোনও আবহাওয়া সতর্কতা জারি নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও আগামী পাঁচ থেকে সাত দিন শুষ্ক আবহাওয়া। সকালে কুয়াশার সম্ভাবনা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা কমবে। কোথাও কোথাও ২০০ মিটারের কাছাকাছি দৃশ্যমানতা নামতে পারে।
35
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রাজ্যের ছয় জেলায়। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি হতে পারে।দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা নামতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমী জেলাগুলির তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এর নামতে পারে। উইকেন্ডে শীতের আমেজ বাড়বে কলকাতা সহ জেলায়-জেলায়।
উত্তরবঙ্গে বুধবার থেকে তাপমাত্রা নামতে পারে। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। পরবর্তী তিন চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
55
আরও বাড়বে শীতের দাপট
মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বিরাজ করবে শুকনো আবহাওয়া। আপাতত কোনও ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতে দিনের বেলা উষ্ণতা বৃদ্ধি পেলেও রাত বা ভোরের দিকে থাকবে ভরপুর ঠান্ডার আমেজ।