ভুয়ো ভোটার ধরতে AI ফর্মে কাজ নির্বাচন কমিশনের, চিহ্নিত করা যাবে অনুপ্রবেশকারীদেরও

Published : Dec 02, 2025, 03:05 PM IST

ভুয়ো ভোটার আর অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিতে এবার নির্বাচন কমিশন বড় পদক্ষেপ নিয়েছে। AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন।

PREV
15
SIR-এ AI

ভুয়ো ভোটার আর অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিতে এবার নির্বাচন কমিশন বড় পদক্ষেপ নিয়েছে। AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে বলেও নির্বাচন কমিশন সূত্রের খবর।

25
কী করে বাদ যাবে ভুয়ো ভোটার?

নির্বাচন কমিশনের এক কর্তার কথায় ভুয়ো ভোটার ধরতে নির্বাচন কমিশন নাকি AI ফর্মে কাজ করছে। তিনি কাজের ব্যাখ্যাও দিয়েছেন। বলেছেন, 'আমরা AI ফর্মে কাজ করছি। AI একটি সাধারণ কথা। গভীরে গিয়ে কাজ হচ্ছে। মোদ্দা কথা হল আমরা ডেটা অ্যানালিসিস করব। ডেটা স্ক্যান করব। নিখুঁত স্ক্যান করা হবে। কারও কোনও তথ্যে গরমিল থাকলে তা আমরা ধরতে পারব। এভাবে অনুপ্রবেশকারীও চিহ্নিত করা সম্ভব। কেউ যদি বাবার নাম অন্য দেন বা ২০০২ সালের তালিকার সঙ্গে অসঙ্গতি দেখা দেয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে পাঠান হবে। '

35
৪৪ লক্ষ নাম বাদ

সোমবার সন্ধ্য়ে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ৪৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। একমধ্যে রয়েছে মৃত ভোটার। ভুয়ো ও ডুপলিকেট ভোটারও রয়েছে। এখনও পর্যন্ত ৯৮ হাজার ভুয়ো ভোটারকে চিহ্নিত করা হয়েছে। কমিশন সূত্রের খবর প্রতিদিনই তালিকা পরিবর্তন করা হচ্ছে। খসড়া তালিকা তৈরি না হওয়া পর্যন্ত কোনও কিছু বলা যাবে না।

45
SIRএ এগিয়ে বাংলা

SIR এর কাজে এখনও পর্যন্ত এগিয়ে বাংলা। নির্বাচন কমিশন গোটা দেশে ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন করছে। তারমধ্যে সবথেকে কাজ এগিয়েছে পশ্চিমবঙ্গে। বাকি রাজ্যগুলির কাছে পশ্চিমবঙ্গকে উদাহরণ হিসেবে তুলে ধরছে কমিশন। তেমন জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক।

55
সময়সীমা বৃদ্ধি

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের নতুন নির্দেশে সবমিলি SIR প্রক্রিয়া শেষ করার জন্য হাতে আরও ৭ দিন সময় পাওয়া গেল।

Read more Photos on
click me!

Recommended Stories