School Holidays: সেপ্টেম্বর জুড়ে উৎসবের আমেজ, প্রায় অর্ধেক মাস বন্ধ থাকবে স্কুল, রইল ছুটির তালিকা

Published : Aug 30, 2025, 09:40 AM IST

সেপ্টেম্বর মাসে দুর্গা পুজো-সহ একাধিক উৎসব উপলক্ষ্যে ছুটি থাকছে। মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত স্কুল বন্ধ থাকার সম্ভাবনা। বিশ্বকর্মা পুজো, মিলাদ-উন-নব্বী সহ একাধিক ছুটি রয়েছে সেপ্টেম্বরে।

PREV
15

অগাস্ট শেষ হওয়ার আগেই সেপ্টেম্বরের ছুটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। গণেশ পুজোর পর থেকেই অনেক জায়গাতেই দেখা যাচ্ছে উৎসবের আমেজ। আর হবে নাই বা কেন, মা আসতে আর এক মাসও বাকি নেই। এবছর সেপ্টেম্বর মাসেই পুজিত হবেন দেবী দূর্গা। তেমনই এই মাসে আছে একাধিক অনুষ্ঠান। সব মিলিয়ে গোটা সেপ্টেম্বর জুড়া আঠে বহু ছুটি।

25

সেপ্টেম্বরে আছে বিশ্বকর্মা পুজো, মহালয়া, নবরাত্রি, দুর্গা পুজোর মতো নানান উৎসব। আর এই সবের মহালয়ার পর থেকেই শুরু হয়ে যাবে পুজোর ছুটি। লক্ষ্মী পুজোর পর খুলবে স্কুল।

35

প্রতি বছরই পশ্চিমবঙ্গে পুজোর আগে সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়ে থাকে। এবার আপাতত পুজোর ছুটি ঠিক কবে থেকে কবে পর্যন্ত থাকবে তা ঘোষণা করেনি। এই সময় সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, ব্যাঙ্ক এবং বিভিন্ন সরকারি দফতরও বন্ধ থাকে।

45

এবছর ৫ সেপ্টেম্বর শুক্রবার মিলাদ-উন-নব্বী উপলক্ষ্যে স্কুল বন্ধ থাকবে। ১৬ অথবা ১৭ সেপ্টম্বর বিশ্বকর্মা পুজো। এই উপলক্ষ্যে ছুটি। ২১ সেপ্টেম্বর রবিবার পড়েছে মহালয়া। তারপর থেকে শুরু হবে পুজোর ছুটি। এই ছুটি ঠিক কদিন চলবে তা আগে থেকে নিশ্চিত করা কঠিন। কারণ অনেক স্কুলে আলাদা ছুটির দিন নির্ধারিত করা হয়।

55

তবে, পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সাধারণত মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বন্ধ থাকে স্কুল। আবার অনেক জায়গায় পঞ্চমী থেকে ছুটি শুরু হয়। তবে, গোটা সেপ্টেম্বর জুড়ে যে প্রায় ১০ দিনের বেশি ছুটি আছে তা বলার অপেক্ষা রাখে না।

Read more Photos on
click me!

Recommended Stories