কোচবিহারের সাংসদ। বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় মন্ত্রী। দাপুটে নেতা। একটা সময় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। পরবর্তীকালে দল বদল করে বিজেপিতে আসেন। অমিত শাহের মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি।
নির্বাচনী হলফনামায় তথ্য
লোকসভা নির্বাচন ২০২৪ এর প্রার্থী তিনি। ভোট প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশনকে হলফনামা পেশ করেছেন নিশীথ প্রামাণিক। তাতেই বলা হয়েছে প্রায় কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।
সম্পত্তির মালিক
৩৮ বছরের নিশীথ প্রামাণিকের হাতে নগদের পরিমাণ ৪০ হাজার ১৫০। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা প্রামাণিকের হাতে রয়েছে ৫২১০ টাকা।
নিশীথ প্রামাণিকের ব্যাঙ্কে টাকা
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী সরকারি বেসরকারি ব্যাঙ্কে বিজেপি প্রার্থীর রয়েছে মোট ৮,৩৫,১৩৯ টাকা। মন্ত্রীর স্ত্রীর নামে ব্যাঙ্কে রয়েছে ১৫,২০০ টাকা।
বিমাতে টাকা
দুটি বিমাতে নিশীথ প্রামাণিকের প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ও ৩০ লক্ষ টাকা রয়েছে। স্ত্রীর জীবনবিমায় রয়েছে পাঁচ লক্ষ টাকা।
গয়না- সম্পদ
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী গয়না আর অন্যান্য দামী জিনিস রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর, যার মূল্য ২,৯৭,০০০ । স্ত্রীর গয়না ও মূল্যবাব সম্মদের পরিমাণ ৫,৭০,০০০ টাকা।
নিশীথের জমি - বাড়ি
হলফনামা অনুযায়ী নিশীথের দিনহাটায় প্রায় ১৬৭.২২ বর্গমিটিরের একটি জমি রয়েছে। যার বর্তমান মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। কলকাতায় দুটি ফ্ল্যাট রয়েছে,একটির মূল্য ১৮ লক্ষ একটি মূল্য ১১ লক্ষ।
স্ত্রীর জমি
স্ত্রী প্রিয়াঙ্কার নামে বলাডাঙায় ১৩৩.৭৮ বর্গমিটার একটি জম রয়েছে। যার বর্তমান মূল্য প্রায় ২ লক্ষ টাকা। জমি বাড়ি নিয়ে প্রামাণিক দম্পতি সম্পত্তি রয়েছে প্রায় ৪৩ লক্ষ টাকা।
নিশীথের মোট সম্পত্তি
জমা দেওয়া অনুযায়ী নিশীথের মোট স্থাবর আর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৯২,২২,২৮৯ টাকা, প্রায় কোটি ছুঁইছুঁই।
নিশীথের মামলা
নিশীথের বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে ডাকাতি, সরকারি কাজে বাধা, বেআইনি অস্ত্র, ধারালো অস্ত্র, দাঙ্গা বাঁধানো, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধ জমায়েত, চুরির সামগ্রী কেনার মত মামলা।