Nisith Pramanik: ৩৮ বছরে প্রায় কোটি টাকার সম্পত্তির মালিক বিজেপির নিশীথ প্রামাণিক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহারের বিদায়ী সাংসদ। বর্তমান প্রার্থী। এক নজরে দেখে নিন তাঁর সম্পদের পরিমাণ।

 

Saborni Mitra | Published : Apr 9, 2024 1:23 PM IST
110
নিশীথ প্রামাণিক

কোচবিহারের সাংসদ। বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় মন্ত্রী। দাপুটে নেতা। একটা সময় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। পরবর্তীকালে দল বদল করে বিজেপিতে আসেন। অমিত শাহের মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি।

210
নির্বাচনী হলফনামায় তথ্য

লোকসভা নির্বাচন ২০২৪ এর প্রার্থী তিনি। ভোট প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশনকে হলফনামা পেশ করেছেন নিশীথ প্রামাণিক। তাতেই বলা হয়েছে প্রায় কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।

310
সম্পত্তির মালিক

৩৮ বছরের নিশীথ প্রামাণিকের হাতে নগদের পরিমাণ ৪০ হাজার ১৫০। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা প্রামাণিকের হাতে রয়েছে ৫২১০ টাকা।

410
নিশীথ প্রামাণিকের ব্যাঙ্কে টাকা

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী সরকারি বেসরকারি ব্যাঙ্কে বিজেপি প্রার্থীর রয়েছে মোট ৮,৩৫,১৩৯ টাকা। মন্ত্রীর স্ত্রীর নামে ব্যাঙ্কে রয়েছে ১৫,২০০ টাকা।

510
বিমাতে টাকা

দুটি বিমাতে নিশীথ প্রামাণিকের প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ও ৩০ লক্ষ টাকা রয়েছে। স্ত্রীর জীবনবিমায় রয়েছে পাঁচ লক্ষ টাকা।

610
গয়না- সম্পদ

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী গয়না আর অন্যান্য দামী জিনিস রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর, যার মূল্য ২,৯৭,০০০ । স্ত্রীর গয়না ও মূল্যবাব সম্মদের পরিমাণ ৫,৭০,০০০ টাকা।

710
নিশীথের জমি - বাড়ি

হলফনামা অনুযায়ী নিশীথের দিনহাটায় প্রায় ১৬৭.২২ বর্গমিটিরের একটি জমি রয়েছে। যার বর্তমান মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। কলকাতায় দুটি ফ্ল্যাট রয়েছে,একটির মূল্য ১৮ লক্ষ একটি মূল্য ১১ লক্ষ।

810
স্ত্রীর জমি

স্ত্রী প্রিয়াঙ্কার নামে বলাডাঙায় ১৩৩.৭৮ বর্গমিটার একটি জম রয়েছে। যার বর্তমান মূল্য প্রায় ২ লক্ষ টাকা। জমি বাড়ি নিয়ে প্রামাণিক দম্পতি সম্পত্তি রয়েছে প্রায় ৪৩ লক্ষ টাকা।

910
নিশীথের মোট সম্পত্তি

জমা দেওয়া অনুযায়ী নিশীথের মোট স্থাবর আর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৯২,২২,২৮৯ টাকা, প্রায় কোটি ছুঁইছুঁই।

1010
নিশীথের মামলা

নিশীথের বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে ডাকাতি, সরকারি কাজে বাধা, বেআইনি অস্ত্র, ধারালো অস্ত্র, দাঙ্গা বাঁধানো, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধ জমায়েত, চুরির সামগ্রী কেনার মত মামলা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos