Lok Sabha Election: আপনার ভোট কবে? রাজ্যের কোন কেন্দ্রে কবে ভোট দেখুন ছবিতে

Published : Mar 17, 2024, 05:41 PM IST

শনিবার নির্ঘণ্ট প্রকাশের সময় তেমনই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এক নজরে দেখে নিন পশ্চিমবঙ্গের কোন কেন্দ্রে কবে ভোট গ্রহণ হবে। 

PREV
18
পশ্চিমবঙ্গে ভোট নির্ঘণ্টঃ

সাত দফাতে ভোট হবে পশ্চিমবঙ্গে। ১৯ এপ্রিল থেকে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ শেষ হবে ১৩ মে। শনিবার নির্ঘণ্ট প্রকাশের সময় তেমনই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এক নজরে দেখে নিন পশ্চিমবঙ্গের কোন কেন্দ্রে কবে ভোট গ্রহণ হবে।

28
প্রথম দফা

তিন কেন্দ্রে ভোট গ্রহণ  হবে এক দিনে। 

38
দ্বিতীয় দফা

দ্বিতীয় দফাতেও তিন কেন্দ্রে ভোট গ্রহণ হবে। 

48
তৃতীয় দফা

একসঙ্গে চার কেন্দ্রে ভোট গ্রহণ হবে। 

58
চতুর্থ দফা

চতুর্থ দফাতেও আট কেন্দ্রে একসঙ্গে নির্বাচন হবে। 

68
পঞ্চম দফা

পঞ্চম দফায় সাত কেন্দ্রে নির্বাচন হবে। 

78
ষষ্ঠ দফা

একসঙ্গে আট কেন্দ্রে নির্বাচন হবে। 

88
সপ্তম দফা

একসঙ্গে আট কেন্দ্রে নির্বাচন হবে সপ্তম দফায়। ফল প্রকাশ ৪ জুনয 

click me!

Recommended Stories