সদ্যোই শীত বিদায় নিয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত চড়ছে তপমাত্রার পারদ। এই অবস্থায় আগামী দুই দিনের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
তাপমাত্রার পারদ চড়ছে
দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই তাপমাত্রার পারদ চড়ছে। আসানসোল, বাঁকুড়া তাপমাত্রার পারদ ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গেছে।
পিছিয়ে নেই কলকাতা
কলকাতাতেই পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ চড়ছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াল। হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮। যা স্বাভাাবিকের তুলনায় বেশি।
বাতাসে বাড়ছে আদ্রতা
তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাতাসে বাড়ছে আদ্রতা। সেই কারণে ফেব্রুয়ারির মধ্যেই ঘেমেনেয়ে অকসা হচ্ছে অনেকেই। দিনের বেলা বাইরে যেতে হলে ছাতারও প্রয়োজন হচ্ছে।
মেঘলা আকাশ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকার আকাশ থাকবে মেঘলা।
দুই দিনের বৃষ্টি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবার বৃষ্টির সম্ভাবনা
বুধবার জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রেছে।
ঝড়বৃষ্টির সতর্কতা
দুই দিনই সংশ্লিষ্ট জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সাবধানতা
হাওয়া অফিস জানিয়েছে, ঝড় বৃষ্টির সময় বাইরে বার হতে নিষেধ করেছে। ঘর বা কোনও ছাউনির তলায় আশ্রয় নিতেও নির্দেশ দিয়েছে। তবে মৎসজীবীদের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই।