লোকসভা নির্বাচনের প্রচারে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আলিপুরদুয়ারে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করলেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, 'অনেকের চাকরি খেয়েছেন, এবার জনগণের আদালতে আপনার বিচার হবে।' সন্দেশখালির ঘটনা নিয়েও মুখ খুলেছেন মমতা। বিজেপি যেভাবে সন্দেশখালির ঘটনা নিয়ে জাতীয় স্তরে সরব হয়েছে, তার বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তাঁর দাবি, 'সন্দেশখালি সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। কিছু ঘটনা স্থানীয়ভাবে ঘটেছে। আমরা গ্রেফতারও করেছি। আমরা শাহজাহান, আরাবুলকে গ্রেফতার করেছি।' ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল, সেটা নিয়েও বিজেপি, কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেছেন মমতা। তিনি বলেছেন, 'শীতলকুচিতে পাঁচজনকে গুলি করে মেরেছে। যার নির্দেশে গুলি চলেছে, তাকেই বীরভূমে প্রার্থী করেছে বিজেপি।' এবার বীরভূমে বিজেপি প্রার্থী রাজ্যের প্রাক্তন পুলিশ আধিকারিক দেবাশিস ধর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি শীতলকুচিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সেই ঘটনার কথাই উল্লেখ করেছেন মমতা।
ঝড় নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার
সম্প্রতি জলপাইগুড়িতে বিধ্বংসী ঝড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ করেনি বলেই এত মানুষের ক্ষতি হয়েছে। পাল্টা বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেছেন, 'প্রতিশ্রুতি পূরণ করেননি প্রধানমন্ত্রী। ঝড়ে যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের নাম আবাসের তালিকায় ছিল। বাড়ি পেলে আজ ওঁদের এই দুর্দশা হত না।'
সিএএ নিয়ে ফের সরব মমতা
সিএএ নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেছেন, 'আমরা সিএএ, এনআরসি করতে দেব না। সিএএ-তে আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন। আমার বাবার তো সার্টিফিকেট নেই। আপনাদের কী করে থাকবে?'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-