Abhijit Gangopadhyay: 'খেলা হলে খেলা হবে, ছ’গোল খেয়ে বাড়ি যাবে', তৃণমূলকে কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Published : Apr 05, 2024, 11:41 AM ISTUpdated : Apr 05, 2024, 02:09 PM IST
Lok Sabha Elections 2024  Why resigned from the seat of judge to join politics  Abhijit Gangopadhyay answered on social media bsm

সংক্ষিপ্ত

কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকার সময়ই বারবার রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন। সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার পর সুর চড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

'দুর্বৃত্তদের দল কে আমার নতুন স্লোগান উপহার দিলাম:- খেলা হলে খেলা হবে, ছ’গোল খেয়ে বাড়ি যাবে।' ঠিক এই ভাষাতেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'খেলা'-র স্কোরলাইনও ঠিক করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তিনি লিখেছেন, 'জাতীয়তাবাদ ৬ চৌর্যবৃত্তি ০'। বাঙালির প্রিয় খেলা ফুটবলকে হাতিয়ার করেই শাসক দলকে আক্রমণ করলেন তমলুকের বিজেপি প্রার্থী। তিনি শুরু থেকেই চড়া সুরে আক্রমণ শানাচ্ছেন। এর জন্য সমালোচনার মুখে পড়তে হলেও, আক্রমণাত্মক খেলার পথ থেকে সরতে নারাজ তিনি। ফুটবলে বলা হয়, 'আক্রমণই সেরা রক্ষণ'। সেই কৌশলেই বাজিমাত করতে চাইছেন প্রাক্তন বিচারপতি।

শাসক দলকে বারবার তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

তমলুকে প্রার্থী হওয়ার পর থেকে বারবার শাসক দলকে আক্রমণ করেছেন প্রাক্তন বিচারপতি। রাজ্যের বর্তমান অবস্থা নিয়েও তিনি শাসক দলকে বিঁধেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমার জন্মস্থান, আমার প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ একসময় সংস্কৃতি, বাণিজ্য ও সৃজনশীলতার জন্য চিহ্নিত হত। দক্ষিণবঙ্গে গাঙ্গেয় সমতলভূমি থেকে উত্তরে হিমালয় অঞ্চল, প্রকৃতি আমাদের রাজ্যকে প্রাচুর্যে ভরিয়ে রেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ চিরকাল ঐশ্বর্যের চেয়ে জ্ঞান অর্জনকেই বেশি গুরুত্ব দিয়ে এসেছেন। কিন্তু বর্তমান রাজ্য সরকারের অপশাসন রাজ্যকে দুর্নীতিতে কলুষিত করেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির প্রভাব পড়েছে। এর ফলে রাজ্যের মর্যাদাহানি হয়েছে। একসময় যে রাজ্য শিল্পায়নের কেন্দ্র ছিল, প্রচুর চাকরির সুযোগ ছিল। দেশের অন্য রাজ্যগুলির চেয়ে আলাদা হিসেবে চিহ্নিত ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু এখন এই রাজ্য চরম আর্থিক সঙ্কটে। এই রাজ্য থেকে এখন সবচেয়ে বেশি রফতানি হচ্ছে পরিযায়ী শ্রমিক।’

 

 

'রাজ্যকে ধ্বংস করেছে তৃণমূল'

রাজ্যের শাসক দলকে আক্রমণ করে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সোশ্যাল মিডিয়া পোস্টে আরও লিখেছেন, ‘তৃণমূল নেতাদের সযত্নে লালিত দুর্নীতির ব্যবস্থা রাজ্যকে ধ্বংস করে দিয়েছে। রাজ্যের আর্থিক সম্ভাবনা, যুবকদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে তৃণমূল। যোগ্যতার মাধ্যমে এখন আর কিছু হয় না। অর্থই এখন সুযোগ পাওয়ার মাপকাঠি হয়ে গিয়েছে।’

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mamata Banerjee: 'অনেকের চাকরি খেয়েছেন, এবার জনগণের আদালতে আপনার বিচার হবে,' অভিজিৎকে আক্রমণ মমতার

'ডেঁপো ছোকরা' দেবাংশু ভট্টাচার্যের খেলা হবের প্রতিক্রিয়ায় ফের বিতর্কিত মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

PREV
click me!

Recommended Stories

আবাসনে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যুর অভিযোগ, হুগলিতে বৃদ্ধের দেহ উদ্ধারে চাঞ্চল্য
SIR Bengal : কেউ লুকিয়েছিল কেষ্টপুর, কেউ চিনারপার্কে! SIR-এর গুঁতোয় বাংলাদেশে ফিরতে মরিয়া