Dipsita Dhar: 'পাশের বাড়ির মেয়ে', 'শিল্পী', 'রাজনৈতিক নেত্রী', কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্য দীপ্সিতা?

এবারের লোকসভা নির্বাচনে হুগলির শ্রীরামপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও প্রার্থী হন দীপ্সিতা। তবে সেবার তিনি হেরে যান। এবার অবশ্য জয়ের ব্যাপারে আশাবাদী দীপ্সিতা।

Soumya Gangully | Published : Apr 10, 2024 9:42 AM IST
18
লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত শ্রীরামপুর কেন্দ্রের বাম প্রার্থী দীপ্সিতা ধর

এবারের লোকসভা নির্বাচনে হুগলির শ্রীরামপুর কেন্দ্রে বাম প্রার্থী হিসেবে লড়াই করছেন এসএফআই নেত্রী দীপ্সিতা ধর। তিনি জোরদার প্রচারে ব্যস্ত।

28
রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা দীপ্সিতা ধর উচ্চশিক্ষিতা, মার্জিতা যুবতী

গত কয়েক বছর ধরে রাজনৈতিক আন্দোলন চালিয়ে গেলেও, দীপ্সিতাকে কখনও আলটপকা মন্তব্য করতে দেখা যায়নি। তাঁর বক্তব্যে শিক্ষার পরিচয় পাওয়া যায়। 

38
রাজনৈতিক পরিসরের বাইরেও দীপ্সিতা ধরের নিজস্ব জীবন রয়েছে, অন্যান্য তরুণী-যুবতীদের মতোই উচ্ছ্বল এই বাম নেত্রী

দীপ্সিতা ধর বেড়াতে ভালোবাসেন। সমুদ্র, পাহাড়, জঙ্গল তাঁর প্রিয়। সোশ্যাল মিডিয়ায় বেড়ানোর ছবি শেয়ার করেছেন এই বাম নেত্রী।

48
পড়াশোনার পাশাপাশি রাজনীতিও মন দিয়ে করেন দীপ্সিতা ধর, তিনি আদর্শ অনুসরণ করে চলেন

গণ আন্দোলনে সামিল হয়েছেন দীপ্সিতা ধর। তিনি বিভিন্ন ইস্যুতে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। বারবার কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এই বাম নেত্রী।

58
লোকসভা নির্বাচনের প্রচারে 'পাশের বাড়ির মেয়ে' ভাবমূর্তিই দীপ্সিতা ধরের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে

সহজ-সরলভাবে সব বয়সের মানুষের সঙ্গে মিশে যেতে পারেন দীপ্সিতা ধর। তিনি লোকসভা নির্বাচনের প্রচারেও সবার কাছে পৌঁছে যাচ্ছেন।

68
রাজনীতি, পড়াশোনার পাশাপাশি গান-বাজনাও দীপ্সিতা ধরের অন্যতম প্রিয় বিষয়

লোকসভা নির্বাচনের প্রচারে দীপ্সিতা ধরের প্রচারে সামিল হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সবাইকে পাশে পেয়ে খুশি শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী।

78
এবারের লোকসভা নির্বাচনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই দীপ্সিতা ধরের

তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার টেক্কা দিতে পারবেন বলে আশাবাদী দীপ্সিতা ধর।

88
একসময়ের শক্ত বাম ঘাঁটি শ্রীরামপুরের ভোটাররা ফের সিপিআইএম-কে সমর্থন করবেন বলে আশাবাদী দীপ্সিতা ধর

এবারের লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দীপ্সিতা ধর। তৃণমূল কংগ্রেস ও বিজেপি-কে টেক্কা দেওয়ার জন্য সবরকমভাবে চেষ্টা করছেন তিনি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos