Narendra Modi: 'কংগ্রেসের শাহজাদা বলেছিলেন মুসলমানদের সংরক্ষণ দেবেন,' ঝাড়গ্রামের সভা থেকে রাহুলকে তোপ মোদীর

সোমবার এবারের লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ হয়ে গেল। এদিনই ঝাড়গ্রামে জনসভায় যোগ দিলেন নরেন্দ্র মোদী। তিনি একযোগে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন।

মুসলিমদের জন্য সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। সোমবার ঝাড়গ্রামের জনসভায় তিনি বলেন, ‘আমি আজ সোশ্যাল মিডিয়ায় ১১-১২ বছরের পুরনো একটি ভিডিও দেখতে পেয়েছি। সেই ভি়ডিওতে কংগ্রেসের শাহজাদা প্রকাশ্যে বলেছেন, মুসলমানদের সংরক্ষণ দেবে কংগ্রেস। একদিকে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বারবার বলতেন, দেশের সম্পদের উপর প্রথম অধিকার মুসলমানদের। অন্যদিকে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে সরকার চালানো শাহজাদার বক্তব্য, মুসলমানদের সংরক্ষণ দেবে কংগ্রেস। এটিই কংগ্রেসের আসল রূপ। কংগ্রেস ও তাদের সহযোগীরা দীর্ঘদিন এই বিষয়টি দেশবাসীর সামনে আসতে দেননি। আমি অনেক সাক্ষাৎকার দিয়েছি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, কংগ্রেসের ইস্তেহারে তো মুসলিম সংরক্ষণের কথা লেখা নেই। আজ আমি অনেক বড় প্রমাণ পেশ করছি। শাহজাদা নিজে বলছেন, তিনি মুসলমানদের সংরক্ষণ দেবেন।’

ইন্ডিয়া জোটকে আক্রমণ মোদীর

Latest Videos

কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে আক্রমণ করে মোদী বলেন, 'ওঁদের তিনটি দোষ আছে। প্রথমত, কংগ্রেস ও তাদের সহযোগীরা ১০০ শতাংশ সাম্প্রদায়িক। তাঁরা ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার ঘোর বিরোধী। দ্বিতীয়ত, তাঁরা ঘোর জাতপাতের রাজনীতির পক্ষে। তৃতীয়ত, তাঁরা ঘোর পরিবারতন্ত্রের পক্ষে। তাঁদের মধ্যে এই তিনটি দোষ বিদ্যমান। আমি সংবাদমাধ্যমকে চ্যালেঞ্জ করছি, এঁদের অনেকবার রক্ষা করেছেন। এই ইকোসিস্টেমই এঁদের রক্ষা করেছে। ওঁরা শুনে রাখুন, আপনারা দেশের সংবিধানের অপমান দেখেও চোখ বন্ধ করেছিলেন। এই সাম্প্রদায়িক, জাতপাত করা, পরিবারতান্ত্রিকরা মোদীর কাছ থেকে হিসেব চাইছেন! ওঁরা কত বড় সাম্প্রদায়িক, সেই প্রমাণ পেশ করছি আমি।'

 

 

'তপশিলিদের সংরক্ষণ কেড়ে নিচ্ছে কংগ্রেস'

মোদীর দাবি, 'তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য নির্দিষ্ট সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলমানদের দিচ্ছে কংগ্রেস। তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের অধিকার কেড়ে নিচ্ছে কংগ্রেস।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Narendra Modi: 'লিখিতভাবে জানাক ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করবে না,' ইন্ডিয়া জোটকে চ্যালেঞ্জ মোদীর

Narendra Modi: 'জীবন থাকতে মুসলমানদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে দেব না', কোটা নিয়ে আবার সরব মোদী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল