রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘের সাধু-সন্তদের আক্রমণ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন নরেন্দ্র মোদী। ঝাড়গ্রামের সভা থেকে মমতাকে তোপ দাগেন মোদী।
জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলা, ভাঙচুর, শাসানির জন্য সরাসরি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন নরেন্দ্র মোদী। সোমবার বিকেলে ঝাড়গ্রামের জনসভায় মমতার সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা করে মোদী বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং হিন্দু সন্তদের হুমকি দিচ্ছেন। রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ বাংলার আধ্যাত্মিক পরিচয়। এখানকার মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে এই মহান সংস্থাগুলিকে আক্রমণ করছেন। এই হুমকি তৃণমূলের দুষ্কৃতীদের সাহস বাড়িয়ে দিয়েছে। গতকাল রাতে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলা চালানো হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে, কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। বাংলাকে কোন দিকে নিয়ে যাচ্ছে তৃণমূল সরকার? বাংলায় রামকৃষ্ণ মিশনকে হুমকি দেওয়া হচ্ছে, আশ্রমে ভাঙচুর চালানো হচ্ছে। এটা কি দেশের মানুষ কখনও ভাবতে পেরেছিলেন? কিন্তু নিজেদের ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য তৃণমূল সরকার সীমা লঙ্ঘন করছে। রামকৃষ্ণ মিশনের অপমান, সন্তদের অপমান বাংলা কখনও মেনে নেবে না।'
রামকৃষ্ণ মিশনের সঙ্গে পুরনো সম্পর্ক মোদীর
রাজনীতিতে যোগ দেওয়ার আগে বেলুড় মঠে এসে দীক্ষা নিয়ে সন্ন্যাস গ্রহণ করতে চেয়েছিলেন মোদী। সেই সময় তাঁকে সন্ন্যাস গ্রহণ করতে বারণ করেন মহারাজ। তবে রামকৃষ্ণ মিশনের সঙ্গে মোদীর সম্পর্ক ছিন্ন হয়নি। এখনও কলকাতায় এলে বেলুড় মঠে যান তিনি। সে কথা উল্লেখ করে ঝাড়গ্রামের সভায় মোদী বলেন, 'সারা দেশ জানে, আমার জীবন গড়ার ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের বড় অবদান রয়েছে। রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার সম্পর্ক গভীর। প্রধানমন্ত্রী হওয়ার পরেও যখনই সুযোগ পেয়েছি, রাতে থাকতে হলে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গে কাটিয়েছি।'
রামমন্দির নিয়ে তৃণমূলকে আক্রমণ মোদীর
অযোধ্যার রাম মন্দিরকে 'অপবিত্র' বলেছেন রাজ্যের শাসক দলের এক নেতা। সে কথা উল্লেখ করেও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন মোদী। বাংলায় রামনবমীর শোভাযাত্রায় হামলার কথাও উল্লেখ করেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-