Adhir Ranjan Chowdhury: 'তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপি-কে দেওয়া ভালো,' অধীরের মন্তব্যে বিতর্ক, ভাইরাল ভিডিও

ইন্ডিয়া জোটে কি একসঙ্গে আছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস? মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান যেমন অস্পষ্ট, তেমনই অধীর রঞ্জন চৌধুরীও যেভাবে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে চলেছেন, তাতে জোট নিয়ে ধোঁয়াশা রয়েছে।

'তৃণমূলকে ভোট দেওয়া মানে, তার থেকে ভালো বিজেপি-কে ভোট দিয়ে জেতানো। তৃণমূলকে ভোট দেওয়া মানে, তার থেকে অনেক ভালো বিজেপি-কে ভোট দিয়ে দেওয়া।' না, কোনও বিজেপি নেতার বক্তব্য নয়। রাজ্য ও জাতীয় রাজনীতিতে বিজেপি-র ঘোর বিরোধী হিসেবে পরিচিত অধীর রঞ্জন চৌধুরী এই মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অধীরের বক্তব্য। এশিয়ানেট নিউজ বাংলা অবশ্য এই বক্তব্যের সত্যতা যাচাই করেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গিপুরে কংগ্রেস-সিপিআইএম জোটের প্রার্থী মোর্তাজা হোসেনের হয়ে প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ে বিজেপি-কে ভোট দেওয়া ভালো বলেন অধীর। এই ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

ইন্ডিয়া জোটকে কটাক্ষ বিজেপি-র

Latest Videos

অধীরের বক্তব্য নিয়ে একযোগে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শেহজাদ পুণাওয়ালা। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘কোনও লক্ষ্য নেই, কোনও দূরদৃষ্টি নেই। ইন্ডি জোটের একমাত্র লক্ষ্য হল বিভাজন, দুর্নীতি ও সংশয় তৈরি করা। এমনকী অধীরদাও (কংগ্রেসের সবচেয়ে বড় নেতা যিনি জানেন তৃণমূল কংগ্রেসকে একটি ভোটও দেওয়া বাংলার ক্ষতি করবে) এ কথা বলছেন। কারণ, তৃণমূল কংগ্রেসের নীতি হল, দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট, মাফিয়া, বিস্ফোরণে অভিযুক্ত, সন্ত্রাসবাদী এবং সন্দেশখালিতে শাহজহান শেখের মতো ধর্ষককে রক্ষা করা। উত্তর থেকে দক্ষিণে জোটসঙ্গীদের লড়াই দেখা যাচ্ছে। জম্মু ও কাশ্মীরে ওমর বনাম মেহবুবা, বাংলায় তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেস, কেরালায় বাম বনাম কংগ্রেস, বিহারে কংগ্রেস বনাম আরজেডি (রাাঁচির সভার কথা মনে করুন), উত্তরপ্রদেশে আরএলডি জোটকে বিদায় জানিয়েছে, পাঞ্জাব, দিল্লিতে আপ বনাম কংগ্রেস। অনেক কংগ্রেস নেতাই দল ছাড়ছেন। কর্ণাটকে কংগ্রেস বনাম কংগ্রেস। রাজস্থানে কংগ্রেস বনাম কংগ্রেস। টুকরে টুকরে জোট।’

 

ভুয়ো ভিডিও, দাবি কংগ্রেসের

প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পাল্টা একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে, বিজেপি আইটি সেল বা তৃণমূল কংগ্রেস কারসাজি করে অধীরের বক্তব্য বদলে দিয়েছে। তিনি বিজেপি-কে ভোট না দেওয়ার কথা বলেছেন।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিদ্যার দৌড় ক্লাস নাইন পর্যন্ত! ৫ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, জানেন?

'মমতা পালটিকুমারী', বহরমপুর জয় নিয়ে তৃণমূল নেত্রীকে বড় চ্যালেঞ্জ ছুঁড়লেন অধীর চৌধুরী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী