অমিত লেখেন, ‘এখনও অবধি বিজেপি ৮/১০’। গতকালই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। আর আজ সকালেই বিজেপি নেতার এই পোস্ট। রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে।
রাজ্যে শেষ হয়েছে তৃতীয় দফার নির্বাচন। আর ভোট মিটতে না মিটতেই একটি আসনে জয় নিয়ে রীতিমত ঘোষণা করে দিল বিজেপি। বহরমপুর, মুর্শিদাবাদ সহ রাজ্যের মোট ৫টি আসনে ভোট হয়েছে ৭ তারিখ। বিজেপির তরফ থেকে বলা হয়েছে তৃতীয় দফায় ভোট হওয়া একটি আসনে তাদের জয় নিশ্চিত। কীভাবে এই দাবি করছে বিজেপি!
তৃণমূল, বিজেপি নাকি অন্য কোনও দল? কোন আসনে কে বাজিমাত করল তা জানতে আগামী ৪ জুন অবধি অপেক্ষা করতে হবে সকলকে। তবে তার আগেই বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি বিরাট দাবি করলেন বিজেপির আইটি সেলের প্রধান এবং পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বিজেপি নেতা। অমিত লেখেন, ‘পশ্চিমবঙ্গে তৃতীয় দফার নির্বাচনের পর সুখবর এসেছে। ফের একবার মালদা উত্তর আসন দখল করতে চলেছে বিজেপি। মালদা দক্ষিণে ত্রিমুখী লড়াই হয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণে ৮০০০ ভোটে পরাজিত হয়েছিল বিজেপি। তৃণমূল তৃতীয় স্থান পেতে পারে’।
মালদা উত্তর কেন্দ্রে এবার হেভিওয়েট প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছিল। অন্যদিকে বিজেপি আস্থা রাখে বিদায়ী সাংসদ খগেন মুর্মুর ওপর। শেষ হাসি কে হাসবে, তা জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে ৪ঠা জুন পর্যন্ত।
তবে তার আগেই অমিত লেখেন, ‘এখনও অবধি বিজেপি ৮/১০’। গতকালই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। আর আজ সকালেই বিজেপি নেতার এই পোস্ট। রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।