Viral Post: প্রেমে ব্যর্থ! মহিলার 'শেষ' লেখা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

মিনি রায়ের দাবি তাঁর সঙ্গে দীর্ঘ দিন ধরেই মানব সরকারের সম্পর্ক রয়েছে রয়েছে বলে ফেসবুক ব্যবহারকারী মিনি রায় জানিয়েছেন।

 

নিজের প্রেম আর ব্যর্থতার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে একটি মেয়ে। মেয়েটির সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিমেষে। মাত্র কুড়ি ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে এই পোস্ট।

মিনি রায়ের দাবি তাঁর সঙ্গে দীর্ঘ দিন ধরেই মানব সরকারের সম্পর্ক রয়েছে রয়েছে বলে ফেসবুক ব্যবহারকারী মিনি রায় জানিয়েছেন। কিন্তু একটা সময়ের পরে মানব বিয়েতে রাজি হয়নি। তাঁর মিনি মানবের পরিবারের কাছে সাহায্যের আবেদন জানিয়েও ব্যর্থ হয়েছিল। তারপরই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলেও সূত্রের খবর। মহিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'এই দিনটাও যে আমার জীবনে কোনোদিন আসবে আমি স্বপ্নেও ভাবিনি। আর এই কথা গুলো যে আমি কোনোদিন লিখে post করবো এটাও কোনোদিন ভাবিনি।আমি Mimi আমার সাথে Manab Sarkar (Cby) এর 2017 থেকে সম্পর্ক । আমাদের সম্পর্ক প্রথম থেকে খুব মিষ্টি ছিল ,ঝগড়া, রাগ, অভিমান সব নিয়ে একটা সুন্দর সম্পর্ক। আস্তে আস্তে আমরা close হতে থাকি আর আমি sure ছিলাম যে ও আমাকে ভালোবাসে একদিন আমরা বিয়ে করবো। কিন্তু প্রায় 4 বছর পর জানতে পারি যে ওর অন্য একজন এর সাথে সম্পর্ক এবং সেটা ওদের বাড়িতেও জানে । তারপর আমি যখন ওকে জিজ্ঞেস করি প্রথমে অস্বীকার করে যে না, অনেকবার জিজ্ঞেস করার পর দিব্যি দেওয়ার পর স্বীকার করে যে হ্যাঁ আছে কিন্তু আমি তোকে হারাতে চাইনি বলে বলিনি। আমি জানার পর সরে আসতেও চেয়েছিলাম কিন্তু আমাকে সরতে দেইনি।কিন্তু এখন 6 বছর পর যখন আমি পূর্ণতা চাইছি তখন হাজারটা অজুহাত।তারপর অনেক বলার পর রাজি হয় পূর্ণতা দিতে এবং বলে যে আমাকে কোনো একটা কাজ করতে দে আমি তোকে বিয়ে করবো,আমিও ওর কথাতে ভরসা করে অপেক্ষা করতে থাকি । কিন্তু তারপর থেকেই শুরু হয় আমার ওপর মানসিক অত্যাচার। আসলে ও আমাকে directly না করেনি ও চেয়েছিল এমন ভাবে আমার ওপর অত্যাচার করবে যেনো আমি নিজেই সরে যায়। কিন্তু এত বছর একটা সম্পর্কে থেকে আবার অন্য একটা সম্পর্ক আমি শূন্য থেকে শুরু করতে পারবো না ।আর এই কথা টা আমি ওকে অনেকবার বলেছি। যেই মানুষ টাকে ভালোবেসে জীবনের অনেক ভালো option chhere দিয়ে ওর হাত ধরে থেকে গেলাম সেই মানুষটাই আজকে আমাকে ওর জীবন থেকে ছুড়ে ফেলে দিল। 6 বছর সময়টা কম না আর এই একটা post এ 6 বছর এর সমস্ত কথা লেখা সম্ভব না।

Latest Videos

06.11.23 তারিখে আমি ওর বাড়ি গিয়ে ওর মা বৌদি কে সব জানাই। ওর বাড়ি গিয়ে এটাও জানতে পারি যে, যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল ওর সাথে resgistry ও করে নিয়েছে।আর এতদিন আমাকে মিথ্যা আশা দিয়ে রেখেছিল যে এই সামনের কালী পুজোর পর আমার সাথে registry করবে। শেষমেশ ওর বাড়ির সবাই মিলে এমনকি Cby ও আমাকে অনেক অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

যাইহোক, আমি decesion নিয়েছি আমি আর আমার জীবন এতো অপমান এর পর রাখবো না। আমার মৃত্যুর জন্য শুধুমাত্র Cby দায়ী। মুখের কথায় তো কেউই বিশ্বাস করবে না তাই জন্য আমাদের একসাথে কাটানো কিছু মুহূর্তের ছবি post korlam.

07.11.23

Mimi Roy'

মিনিয়ের বয়ান। সোশ্যাল মিডিয়ায় তাদের কিছু ব্যক্তিগতও আপলোড করা হয়েছিল। যেগুলি প্রমাণ দেয় তাদের দুজনের ঘনিষ্ট সম্পর্কের কথা।

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari